প্রবল বচসার পর দিল্লীর মুসলিম মাংস বিক্রেতারা দেওয়ালির জন্য বন্ধ করতে বাধ্য হলো মাংসের দোকান।
ঘটনাটি ঘটেছে দিল্লীর বুরারীতে। প্রথমে এলাকায় হিন্দুরা মুসলিমদের অনুরোধ করে দেওয়ালির সময় মাংসের দোকান বন্ধ রাখতে কারণ বেশির ভাগ দোকানেই গরুর মাংস (beef) বিক্রি করা হয়, কিন্তু মুসলিমরা রাজি হয় নি।
এর পর বিভিন্ন হিন্দু সংগঠনের লোকজন চড়াও হয় ওই এলাকায় (বিশেষ করে বজরং দলের /Bajrang Dal ক্যাডার বাহিনী।
বজরং দলের সদস্যদের যুক্তি হলো মুসলিমদের পরব ঈদের সময় যদি তাদের সামনেই বা কোনো মসজিদের সামনেই শুয়োর কাটা হয় বা শুয়োরের মাংস (pork) বিক্রি করা হয় তাহলে তাদের কেমন লাগবে?
সরাসরি এই ধরণের উক্তি শুনে পিছু হটতে বাধ্য হয় মুসলিমরা এবং পরিশেষে মাংসের দোকান বন্ধ করে দেয় দেওয়ালির সময়।