সারাবছর পর্যটকে ছয়লাপ থাকে আগ্রা। দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে থাকে ঐতিহাসিক মনুমেন্ট বা তাজমহল। করোনা ভাইরাস আতঙ্কে এবার তাজমহল ও মনুমেন্টের দরজা পর্যটকদের জন্য বন্ধ করতে কেন্দ্রের কাছে আর্জি জানাল আগ্রা কর্পোরেশন।
আগ্রার মেয়র কেন্দ্রের কাছে চিঠি পাঠিয়ে বলেছেন, “বহু বিদেশি পর্যটক আসেন আগ্রায়। যে ভাবে করোনা ভাইরাস ছড়াচ্ছে তাতে মনুমেন্ট, তাজমহলের মতো জায়গাগুলির দরজা এক্ষুণি বন্ধ করা হোক।”
ফেব্রুয়ারির শেষ সপ্তাহেই তাজমহলে এসেছিলেন সস্ত্রীক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখন ভারতে করোনা নিয়ে এই পরিস্থিতি ছিল না। কিন্তু গত চার-পাঁচদিনে পরিস্থিতির ব্যাপক বদল ঘটেছে।
ইতিমধ্যেই ভারতে ৩১ জনের শরীরে মিলেছে মারণ ভাইরাস। হু’ প্রকাশিত ঝুঁকির দেশগুলির তালিকায় আগেই ছিল ভারত। সে ঝুঁকির আশঙ্কা সত্যি করে ভারতে ইতিমধ্যেই ৩১ জনের শরীরে ধরা পড়েছে এই ভাইরাস। তাঁদের মধ্য ১৬ ইতালীয় পর্যটক। কেরল থেকে শুরু হয়েছিল এই রোগের প্রকোপ। তার পরে তেলেঙ্গানায় আক্রান্ত একজন করোনাভাইরাসে আক্রান্ত হন। এখন সে অসুখ এসে পৌঁছেছে দিল্লিতে। সকলকেই আইসোলেশন ওয়ার্ডে কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে।