আফগানিস্তানের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক হয়ে উঠেছে। গনতান্ত্রিকভাবে নির্বাচিত আশরাফ গানির সরকারকে ফেলার জন্য তালিবান তাদের সমস্ত শক্তি লাগিয়ে দিয়েছে। চীন ও পাকিস্তান তালিবানকে পরোক্ষভাবে সমর্থন দিতে শুরু করেছে। অন্যদিকে আমেরিকা স্পষ্ট জানিয়েছে যে তারা তালিবানকে উপড়ে ফেলতে আফগানিস্তানকে আর কোনোরকম সাহায্য করতে পারবে না। তালিবানকে হারাতে আমেরিকা থেকে এয়ার সাপোর্টের যে আশা ছিল তা এখন আর নেই বললেই চলে।
আফগানিস্তনের সরকার ও বিশেষজ্ঞরা বলেছেন যে তাদের দেশের জনগণকে গৃহ যুদ্ধের জন্য তৈরি থাকতে হবে। আফগান সরকার বিভিন্ন দেশকে রিপোর্ট করে বলেছে যে তালিবান বেকাবু, তাই সমস্ত দেশ যেন নিজেদের নাগরিকদের নিয়ে যায়। আফগানিস্থানে থাকা ভারতীয়দের দেশে নিয়ে আসতে জোর দিয়েছে ভারত সরকার। যেহেতু আফগানিস্থনে স্থিতি বেকাবু, তাই দেশের নাগরিকদের ফিরে আসতে বলে নির্দেশিকা জারি করেছে ভারত সরকার।
এই পরিপ্রেক্ষিতে আফগান সরকার ভারতের সাহায্য চেয়েছে। যেহেতু তালিবানের কাছে বায়ু সেনা নেই তাই ভারতের এয়ার ফোর্স এর সাহায্য চেয়েছে আফগানিস্থান। আসলে ভারতীয় বিমানের দ্বারা তালিবানের উপর লাগাতার বোম্বিং করতে চাই। তবে এক্ষেত্রে ভারত বায়ু সেনার সাহায্য পাঠাবে কিনা তা এখনও স্পষ্ট নয়।
যদিও সুরক্ষা বিশেষজ্ঞদের মতে এবার ভারত এগিয়ে না এলে আফগানিস্থানকে বাঁচানোর কোনও উপায় নেই। আর আফগানিস্থান তালিবানের নিয়ন্ত্রনে এলে তা ভারতের জন্য বিপদের কারন হয়ে দাঁড়াবে। এর মুল কারন চীন ভারতের উপর চাপ তৈরি করতে তালিবান নিয়ন্ত্রিত আফগানিস্থানকেই কাজে লাগাবে। এমন অবস্থায় ভারত নিজের বায়ু সেনার একটা অংশ আফগানিস্থানে প্রেরন করবে বলে মনে করা হচ্ছে।