আদিত্যকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চেয়ে পোস্টার মুম্বইতে

উদ্ভবপুত্র আদিত্য ঠাকরেকে মুখ্যমন্ত্রী করার দাবিতে এবারে পোস্টার পড়ল মুম্বইয়ের ওরলিতে। এই কেন্দ্র থেকেই এনসিপির সুরেশ মানেকে ৬৭ হাজার ভোটে হারান আদিত্য।

মহারাষ্ট্রে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে শিবসেনা। আর ভোটের ফল বেরনোর পর থেকেই মুখ্যমন্ত্রীর কুর্সির আধখানা চেয়ে বসেছেন শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরে। সরকার গড়তে বিজেপিকে ৫০-৫০ ফর্মুলার কথা জানিয়েছেন উদ্ভব। মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের ফল বেরনোর আগে বিভিন্ন সমীক্ষায় উঠে এসেছিল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় আবার ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি।

কিন্তু ভোটের ফল বেরোতেই দেখা যায় চিত্রটা সম্পূর্ণ বদলে গিয়েছে। গত লোকসভা ভোটে ২০০টি আসন পাওয়া বিজেপি এবারে পেয়েছে মাত্র ১০৫টি আসন।

অপরদিকে ৫৬টি আসন পেয়ে সরকার গড়ার ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকার ফায়দা তুলতে বিজেপির উপর চাপ বাড়াচ্ছে শিবসেনা। আর এর মধ্যেই আদিত্যের নিজের নির্বাচনী কেন্দ্র ওরলিতেই পোস্টার পড়েছে। পোস্টারে লেখা রয়েছে, “শিবসেনার যুব নেতা তথা ভাবী মুখ্যমন্ত্রী আদিত্য ঠাকরেকে অনেক অভিনন্দন”।

এই পোস্টার থেকেই স্পষ্ট শিবসেনার কর্মী সমর্থকরা আদিত্য ঠাকরেকেই মুখ্যমন্ত্রীর আসনে দেখতে চাইছেন। তবে এই নিয়ে এখনই এগোতে চাইছেন না উদ্ভব ঠাকরে। মুখ্যমন্ত্রীর পদের বদলে বিজেপির থেকে অর্থ কিংবা স্বরাষ্ট্র দফতরের মত কোনও গুরুত্বপূর্ণ পদ দাবি করতে পারেন তিনি। কারণ মরাঠা রাজনীতিতে নবাগত তরুণ আদিত্যকে এখন প্রশাসনিক দফতর সামলানোয় অভিজ্ঞ করে তুলতে চান তিনি। যাতে পরবর্তী ৫ বছরে স্বাভাবিক ভাবেই মুখ্যমন্ত্রী পদের প্রধান দাবিদার হিসাবে উঠে আসেন। তাই পোস্টার পড়লেও আদিত্যকে এখনই মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসাতে নারাজ শিবসেনা প্রধান উদ্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.