চীনকে সাবধান করে, কেন্দ্রকে কৌশলী পদক্ষেপ নেওয়ার পরামর্শ অধীর চৌধুরীর

চীনকে তেড়ে আক্রমণ করলেন কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী (Adhir Chowdhury)। সঙ্গে পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রের নরেন্দ্র মোদীর (Narendra Modi) সরকারকে দিলেন পাল্টা আক্রমণের কৌশল। সোমবার দুপুরে একটি টুইট করেন বহরমপুরের সাংসদ। তাতে তিনি লিখেছেন, “সাবধান চীন, ভারতীয় সেনাবাহিনী জানে কীভাবে আপনাদের মতো বিষাক্ত সাপকে দমন করতে হয়, গোটা বিশ্ব দেখছে আপনাদের হলুদ সম্প্রসারণবাদীর অশুভ নকশা। আমি সরকারকে পরামর্শ দেব। অনেক দেরি না করে তাইওয়ানকে কূটনৈতিক স্বীকৃতি প্রদান করা।”

ভারতীয় সীমান্তে চীনের (China) আগ্রাসন নীতি কারো অজানা নয়। সম্প্রতি সিকিম সীমান্তে আনাগোনা বাড়িয়েছে চৈনিক সেনাবাহিনী। মনে করা হচ্ছে, সেই ঘটনার রেশ ধরেই এদিন চীনকে আক্রমণ করলেন অধীর চৌধুরী। প্রসঙ্গত, মনমোহন সিং কিংবা নরেন্দ্র মোদী, সাম্প্রতিক অতীতে ডোকালাম বা আকসাইয়ে চীন সেনাবাহিনী গতিবিধি বাড়ানোর খবর বার বার শিরোনামে এসেছে। সঙ্গে ভারতের বিরুদ্ধে পাকিস্তানকেও মদত যোগানের অভিযোগের আঙুল উঠেছে চীনের দিকে।

তাই এদিনের টুইটে বহরমপুরের পাঁচ বারের সাংসদ যেমন চীনসহ তাদের সেনাবাহিনীকে হুঁশিয়ারি দিয়েছেন। তেমনি কৌশলে চীনের প্রতিবেশী রাষ্ট্র তাইওয়ানকে ভারতের কূটনৈতিক সম্পর্কে আবদ্ধ করার পরামর্শ দিয়েছেন। অধীর চৌধুরী দেশের প্রধানমন্ত্রীকে চীনের বিরুদ্ধে কার্যত ঠান্ডা লড়াইয়ের পরামর্শ দিয়েছেন বলেই মনে করছে আন্তর্জাতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.