করোনা দ্বিতীয় ঢেউ সামলে ধীরে ধীরে সুস্থতার পথে হাঁটছে ভারত। এর অন্যতম এক কারণ হল টিকাকরণ। গতকাল অর্থাৎ বুধবারই বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ভ্যাকসিনে এগিয়ে রয়েছে বাংলা। কিন্তু সমীক্ষা অনুযায়ী বাংলা এগিয়ে নেই। এমনকি মেট্রো শহরগুলির টিকাকরণে প্রথম তিন জায়গা পেল না কলকাতা।
দেশের মধ্যে সমীক্ষা অনুযায়ী সর্বোচ্চ টিকাকরণের নিরিখে মেট্রো শহরগুলির মধ্যে প্রথম স্থানে রয়েছে নয়া দিল্লি। কেজরিওয়ালের এলাকায় এখনও পর্যন্ত ৭৮ লক্ষ ৯১ হাজার ২০৪ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে বেঙ্গালুরু, সেখানে এখনও পর্যন্ত ৬১ লক্ষ ৪৩ হাজার ৪৫৬ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। তিন নম্বরে জায়গা পেল মুম্বাই, সেখানে এখনও পর্যন্ত ৫৫ লক্ষ ৯৪ হাজার ৫৯১ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। এরপর চতুর্থ স্থানে রয়েছে কলকাতা, বুধবার পর্যন্ত ৩২ লক্ষ ৫০ হাজার ২৫০ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে।
বুধবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে বসে করোনা ভ্যাকসিন প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজ্যে ২ কোটি ১৭ লক্ষ ভ্যাকসিন দেওয়া হয়েছে। ভ্যাকসিন নিয়ে যা হয়েছে তা বিচ্ছিন্ন ঘটনা। ৩ কোটি ভ্যাকসিন চেয়েছিলাম, পাইনি। ১৮ লক্ষ ডোজ রাজ্য কিনেছে। ৫৯ কোটি টাকা দিয়ে ভ্যাকসিন কিনেছি। ভ্যাকসিন প্রয়োগে বাংলা প্রথম।”
2021-07-02