দ্বিতীয় বার প্রধানমন্ত্রী হয়ে নয়াদিল্লিতে শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদী। আর সেই খুশিতে আবু ধাবিতে বিশাল বড় টাওয়ার জুড়ে ফুটে ওঠা আলোয় দেখা যাচ্ছে মোদীর ছবি। কখনও আবার প্রতিভাত হচ্ছে ভারত ও আরব এমিরেটসের পতাকা। কখনও আবার মোদীর ছবির পাশে রয়েছে আবুধাবির রাজা মহম্মদ বিন জায়েদ আল নাহয়ানের ছবিও।
এভাবেই অভিনব উপায়ে বন্ধু রাষ্ট্র ভারতের প্রদানমন্ত্রীকে শপথ নেওয়ার দিন অভিনন্দিত করল আরব এমিরেটস। কিছু দিন আগেই আবু ধাবির সর্বোচ্চ সম্মান পেয়ছিলেন মোদী। এ বার সে দেশের ভারতীয় অ্যামবাসাডর নবদীপ সিংহ সুরি টুইট করে জানান, এটাই আসল বন্ধুত্ব। ভারতের শুভ দিনে আবুধাবির সর্বোচ্চ টাওয়ারে রইল সে দেশের প্রধানমন্ত্রী মোদী এবং এ দেশের রাজা আল নাহয়ানের ছবি। সেই সঙ্গে একটি ভিডিও-ও পোস্ট করেন তিনি।
সুরি আরও জানান, এই সৌজন্য সারা বিশ্বের কূটনীতির কাছে নিদর্শন স্বরূপ। ভারত ও আরব এমিরেটসের পার্টনারশিপ আরও জোরদার হোক। ২০১৫ সালের অগাস্ট মাসে মোদী যখন আরব এমিরেসটে এসেছিলেন, তখন থেকেই এই বন্ধুত্ব ও পার্টনারশিপের শুরু। চার বছর ধরে তা একটুও টাব খায়নি। আজ সারা দুনিয়া দেখতে পাচ্ছে, আগামী পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে মোদী দায়িত্ব নেওয়াকে এ দেশ কেমন করে উদযাপন করছে।
সুরি আরও লেখেন, “মোদীর এই দ্বিতীয় বারের দায়িত্ব পাওয়ার ঘটনায় ভারত-আরব এমিরেটসের বন্ধন আরও ইতিবাচক হবে। শেষ চার বছরে আমরা অনেক কিছু শুরু করেছি। আগামী দিনগুলো আমাদের সম্পর্কের স্বর্ণযুগ হয়ে উঠবে।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময়েই দুই দেশের সম্পর্ক আরও গাঢ় হয়েছে। এর ফলে বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের বিনিয়োগও বেড়েছে। নির্বাচনের আগে, মোদীকে জায়েদ মেডাল দেওয়ার কথা ঘোষণা করে আবু ধাবি। দীর্ঘদিন ধরে আরব আমিরশাহীর সঙ্গে বন্ধুত্ব অটুট রাখার জন্যই দেওয়া হয় এই বিশেষ সম্মান।
আরব আমিরশাহীর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পোক্ত করার জন্য এই নরেন্দ্র মোদীকে এই সম্মান দেন সেদেশের প্রেসিডেন্ট শেখ খালিফা বিন জায়েদ আল নাহয়ান। কোনও দেশের রাজা বা রাষ্ট্রেনেতাদের আরব আমিরশাহীর পক্ষ থেকে সর্বোচ্চ এই সম্মান দেওয়া হয়।
এ ছাড়া, গত বছরের জানুয়ারিতে আবু ধাবিতে প্রথম হিন্দু মন্দিরের শিলান্যাস করেন মোদী৷ এই দেশে প্রায় ৩০ লক্ষের বেশি ভারতীয় বসবাস করেন বলে জানান৷
দ্বিতীয় বার লোকসভা ভোটে জেতার পরে, প্রধানমন্ত্রী হিসেবে বৃহস্পতিবার শপথ নেন নরেন্দ্র মোদী। তিনি ছাড়া পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন মোট ২৪ জন।