সম্প্রতি হৃদয় বিদারক এমন এক ভিডিও ভাইরাল হয়েছে, যা সোশ্যাল মিডিয়া তোলপাড় করে রেখে দিয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, একই ভাতে খাবার খাচ্ছে এক মহিলা ও এক কুকুর। পূর্ব বর্ধমানের এই ভিডিও প্রকাশ্যে আসার পর থেকে একদিকে থেকে যেমন সামাজিক অবস্থার ওপরে প্রশ্ন উঠেছে, তেমনই রাজনৈতিক মহলেও এই ঘটনাকে কেন্দ্র করে বাক্য যুদ্ধ শুরু হয়ে গেছে।দাবি ভিডিওটি (ভিডিওটির সত্যতা যাচাই করেনি রাইজ়িং বেঙ্গল) পূর্ব বর্ধমানের স্টেশন সংলগ্ন এলাকার। ভবঘুরে ওই মহিলার মাথায় ছাদ যেন খোলা আকাশ। শীতের দাপটের মাঝেও নেই চার দেওয়াল ও কংক্রিটের ছাদ, নেই আর্থিক সাহায্য এদিকে, খিদের আগুন জ্বলেছে পেটেও। পেটের সেই আগুন মেটাতে কুকুরের সঙ্গে একপাতে খেতে দ্বিধাবোধ করেননি ওই মহিলা। যা প্রকাশ্যে আসার পরেই তোলপাড়।সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিও ভাইরাল হওয়ার পরই মহিলাটির নিকটে গিয়ে উপস্থিত হন বিধায়ক তপন চট্টোপাধ্যায়, বিডিও সৌমিক বাগচি, আইসি সন্দীপ কুমার গঙ্গোপাধ্যায়, বিএমওএইচ ডাঃ প্রশান্ত সরকার প্রমুখ। এরপরে, বিধায়ক ও পুলিশ প্রশাসনের উদ্যোগে মহিলাটির অস্থায়ী ব্যবস্থা করে দেওয়া হবে। তবে, এই ঘটনাকেই কেন্দ্র করে সরব হয়েছে বিরোধীপক্ষ। তৃণমূল শাসিত রাজ্যের মহিলার এই করুণ দশাকে কেন্দ্র করে বিরোধীপক্ষের তরফে কটাক্ষ করে ‘এগিয়ে বাংলা’ বলা হয়েছে।
2021-12-30