জানা গেল, এবারে ব্রক্ষ্মোস অ্যান্টি শিপ মিসাইল ভারত বিক্রি করতে চলেছে ইন্দোনেশিয়ার কাছে। এই সংক্রান্ত যাবতীয় চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে চলতি বছরে শেষের দিকে। তবে ব্রক্ষ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল আমদানির জন্য যাবতীয় আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে ভারতের সঙ্গে। ইন্দোনেশিয়ার এই বিশেষ ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছে ভারত ও রাশিয়ার মিলিত উদ্যোগে।
এখানে জানিয়ে রাখি, ব্রক্ষ্মোস ক্ষেপণাস্ত্র আমদানি করার ক্ষেত্রে ইন্দোনেশিয়া দ্বিতীয় দেশ হিসেবে বিবেচিত হবে। কারণ, ভারত এই ক্ষেপণাস্ত্র এর আগে বিক্রি করেছে ফিলিপিন্সের কাছে। প্রসঙ্গত, ইন্দোনেশিয়া এই ক্ষেপণাস্ত্র কেনার জন্য প্রথম থেকেই আগ্রহী ছিল। জানা গিয়েছিল, ২০১৮ সাল থেকেই ইন্দোনেশিয়া ভারতের থেকে ব্রক্ষ্মোস ও আকাশ মিসাইল কেনার কথা জানিয়েছিল। চলতি বছরের শুরুতেই ভারত এবং ফিলিপিন্সের মধ্যে একটি ৩৭৪.৯৬ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষরিত হয়েছে ব্রক্ষ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের জন্য। এই বিশেষ ক্ষেপণাস্ত্রটি ইন্দোনেশিয়া ব্যবহার করতে পারবে যুদ্ধজাহাজেও।
উল্লেখ্য, ইন্দোনেশিয়া ছাড়াও ভারতের থেকে ক্ষেপনাস্ত্র কিনতে চায় মালয়েশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, সিঙ্গাপুর। ভারতের সঙ্গে ক্ষেপণাস্ত্র কেনার বিষয়ে যাবতীয় আলোচনা হয়েছে ভিয়েতনামের। তারা ব্রক্ষ্মোস ও আকাশ ক্ষেপণাস্ত্র কিনতে আগ্রহী। অন্যদিকে, মালয়েশিয়ার সঙ্গেও আলোচনা হয়েছে ভারতের। তবে সমস্ত আলোচনাই এখনও অবধি প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে খবর।
2022-07-22