আসাম (Assam) ও মিজোরাম (Mizoram) সীমান্তবর্তী হাইলাকান্দি জেলায় (Hailakandi district) জোর তল্লাশি চালায় এন আই এ (N I A)।
আগস্টে আসামে দুটি বোমা বিস্ফোরণ হয় আর ওই কেস নিয়ে ওই এলাকায় বেশ কিছু মুসলিমদের বাড়িতে জোর তল্লাশি চালায় N I A।
রামনাথপুর পুলিশ স্টেশন (Ramnathpur Police Station) সংলগ্ন এলাকায় ব্যাপক তল্লাশি চালায় NIA। এই রামনাথপুর এলাকায় ভালো সংখ্যক মুসলিমদের বাস।
ব্যাপক তল্লাশি চালানোর পর N I A বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করেছে , এর মধ্যে আছে ল্যাপটপ , পেন ড্রাইভ , ড্রোন, আরবি ভাষায় প্রচুর বই ও ডাইরী ইত্যাদি।
সূত্রের খবর , N I A এর মতে আসাম- মিজোরাম সীমান্তে যে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আই এস আই (I S I) খুবই সক্রিয় হয়ে উঠেছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। গরু পাচার, মাদক পাচার গ্যাংগুলো স্থানীয় মুসলিমরাই নিয়ন্ত্রণ করে। সীমান্তের ওপারে হ্যান্ডলারদের পাকিস্তানী গুপ্তচর সংস্থা প্রচুর অর্থ সাহায্যের মাধ্যমে ভারত বিরোধী জিগির দেয়ার জন্য উৎসাহিত করতেই থাকে বলে সূত্রের খবর। তাছাড়া সীমান্তবর্তী অঞ্চলে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছিল বহু মাদ্রাসা যদিও হিমন্ত বিশ্ব শর্মার করা মনোভাবের জন্য মাদ্রাসা ভিত্তিক জেহাদের সম্প্রসারণ রোখা সম্ভব হয়েছে কিন্তু মুসলিমদের মধ্যে ভারত বিরোধী মানসিকতা কমে নি।