মেঘালয়ের বিদ্যমান এক নির্দল এবং সদ্য পদত্যাগকারী তিন সহ মোট চার বিধায়ক আজ বুধবার এখানে দলের সদর দফতরে বিজেপিতে যোগদান করেছেন। যোগদান পর্বের পর এখানে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন নর্থ-ইস্ট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনইডিএ বা নে়ডা)-এর আহ্বায়ক তথা অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।
মুখ্যমন্ত্রী ড. শর্মা বলেন, আজ যাঁরা বিজেপিতে যোগদান করেছেন তাঁরা সকলেই ‘অভিজ্ঞ এবং সম্মানিত’ রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁদের হাত ধরে মেঘালয়ে এক ‘নতুন দিগন্তের সূচনা’ হবে। তিনি বলেন, ২০১৮ সালের নির্বাচনে ৬০ সদস্যের মেঘালয় বিধানসভা নির্বাচনে মাত্র দুটি আসনে বিজয়ী হয়েছিল বিজেপি।
রাজ্যের ক্ষমতাসীন এনপিপি বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সদস্য হলেও তাদের সম্পর্ক বেশি মসৃণ নয়। এরই মধ্যে আজ যাঁরা বিজেপিতে যোগদান করেছেন তাঁরা হিমালয় এম শাংপ্লিয়াং, ফারলিন সিএ সাংমা এবং বেনেডিক মারাক সম্প্রতি বিধায়ক হিসেবে পদত্যাগ করে তাঁদের নিজ নিজ রাজনৈতিক দল ছেড়ে দিয়েছেন। এছাড়া রয়েছেন স্যামুয়েল সাংমা। তিনি নির্দল বিধায়ক হলেও ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টির (ইউডিপি)-র সদস্য ছিলেন। এছাড়া হিমালয় এম শাংপ্লিয়াং গত নভেম্বরে বিধানসভা এবং তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করেছেন। অন্যদিকে বেনেডিক্ট মারাক এবং ফেরলিন সিএ সাংমা কনরাড সাংমা নেতৃত্বাধীন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ছেড়ে আজ বিজেপিতে যোগদান করেছেন।
অসমের মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, নরেন্দ্র মোদী সরকারের অধীনে উত্তর-পূর্বাঞ্চলের আটটি রাজ্যের ২০১৪ সাল থেকে ব্যাপক পরিবর্তন হয়েছে। ওই সব রাজ্যের প্রতিটি সেক্টরে দ্রুত অগ্রগতি হচ্ছে। উত্তর-পূর্বাঞ্চলকে সম্পূর্ণরূপে মূলধারায় পরিণত করেছেন প্রধানমন্ত্রী মোদী। তিনটি বিজেপি শাসিত রাজ্য সরকার যথাক্রমে অসম, অরুণাচল প্রদেশ এবং মণিপুরে দল পুনরায় ক্ষমতায় এসেছে। উত্তরপূর্ব এখন পার্টির ঠিকানা স্থায়ী হয়ে গেছে। তিনি আস্থা প্রকাশ করে বলেন, বিজেপি স্কোর করবে। মেঘালয় ছাড়াও ত্রিপুরা এবং নাগাল্যান্ডের আসন্ন নির্বাচনে দর্শনীয় জয় হবে বিজেপির, দাবি হিমন্তবিশ্বের।
বিজেপির উত্তর-পূৰ্বাঞ্চলের প্রভারী তথা জাতীয় মুখপাত্ৰ সম্বিত পাত্ৰা বলেন, উত্তর-পূর্বাঞ্চল মোদীজির অধীনে দেশের জন্য বিকাশের এক নতুন ইঞ্জিন হয়ে উঠবে।
বিজেপির জাতীয় সম্পাদক ঋতুরাজ সিনহা বলেন, মোদীজির উন্নয়ন অ্যাজেন্ডায় যোগ দিতে প্রস্তুত মেঘালয়।
হিমালয় এম শাংপ্লিয়াং বলেন, মেঘালয়ের একটি পরিবর্তন দরকার এবং তা পারে একমাত্র বিজেপি। বিজেপি একটি দুর্দান্ত দল যা আমাদের সকলকে প্রভাবিত করেছে। কেননা মানুষ মোদী এবং বিজেপির উন্নয়নমূলক কাজে মুগ্ধ।