এই ভারতেই বেশ কিছু মানুষ আছেন যারা হিন্দুধর্ম সম্বন্ধে জানতে ইচ্ছুক নন এবং ধর্মে হিন্দু হওয়া সত্ত্বেও এদের মধ্যে অনেকেই হিন্দু ধর্মের সমালোচনায় মুখর থাকেন অথচ এই ধর্ম নিয়ে কোনও চর্চা এরা করেন না। অন্যদিকে জাতিগত ভাবে। ভারতীয় বা হিন্দু না হয়েও বহু বিদেশী হিন্দুধর্ম সম্বন্ধে বিশদ ভাবে জানতে ইচ্ছুক, তারা হিন্দুধর্মকে একটি মানবতাবাদী দর্শন বলেই মনে কনে। এমনই একজন বিদেশী হলেন। ক্যারোলিনা গোস্বামী যিনি মূলত পোল্যান্ডের মানুষ, বর্তমানে বিবাহসূত্রে ভারতীয়। তাঁর ভারতীয় স্বামী অনুরাগ গোস্বামী একজন সফল ডিজাইনার। ক্যারোলিনা তার স্বামীর সঙ্গে বর্তমানে এ দেশেই বসবাস করেন। হিন্দুধর্মের চর্চায় তিনি। নিজেকে ব্যাপৃত রেখেছেন এবং চেষ্টা করছেন যাতে এই ধর্ম ও দর্শন বহু মানুষের অজ্ঞতা দূর করতে পারে।
ক্যারোলিনা ‘ইন্ডিয়া ইন ডিটেলস্ নামে একটি ইউটিউব চ্যানেল তৈরি করেছেন যেখানে বেশ কিছু ভিডিও, কোনোটি পাঁচ মিনিটের, কোনোটি আরও বেশি দৈর্ঘ্যের, নিয়মিত প্রদর্শিত হচ্ছে। দীর্ঘতম ভিডিওটি পঞ্চান্ন মিনিটের, যা কিনা ক্যারোলিনার অক্লান্ত পরিশ্রমের ফসল।
সারা পৃথিবীতে হিন্দুধর্ম সম্বন্ধে অনেক ভুল ধারণা ছড়িয়ে আছে। কায়েমি স্বার্থের অপপ্রচারও এর জন্য অনেকাংশে দায়ী। এক্ষেত্রে। ক্যারোলিনার উদ্যোগ বিশেষ প্রশংসার দাবি রাখে। প্রাচীন ভারতের বিভিন্ন আবিষ্কারগুলির উপরে তিনি আলোকপাত করেছেন। যে সময় পাশ্চাত্যজগৎ অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত ছিল, সেই সময় ভারত জ্ঞানে বিজ্ঞানে যে ভাবে আলোকপ্রাপ্ত হয়েছিল, যতটা উন্নত হয়েছিল, তার সমকক্ষ পাওয়া যায় না। পাশ্চাত্যের প্রচার মাধ্যম প্রাচীন ভারতের অতি উন্নত সভ্যতার ইতিহাস চিরকালই। অবজ্ঞা করে এসেছে। শুধু পাশ্চাত্য কেন, ভারতের অভ্যন্তরেই বহু জ্ঞানীগুণী লোকজন বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত সম্বন্ধে ভুল তথ্য পরিবশেন করে থাকেন।
ভারতীয় সভ্যতার যে সকল বিষয়ে মানুষজন তেমন অবহিত নন, সেই বিষয়গুলি নিয়েই ক্যারোলিনা চর্চা করে চলেছেন। এই দেশ চিরকাল বহির্ভারত থেকে বিপদগ্রস্ত হয়ে চলে। আসা আশ্রয়প্রার্থীকে নির্দ্বিধায় আশ্রয় দিয়েছে, এই বিষয়টির উপর তিনি। আলোকপাত করেছেন। এ দেশে। গোমাতাকে কেন পূজা করা হয়, তিনি। তাঁর লেখনীর মাধ্যমে তুলে ধরেছেন।
ক্যারোলিনা পাশ্চাত্য ও প্রাচ্য, এই দুই সংস্কৃতিরই সান্নিধ্যে এসেছেন, যা। লিখছেন তা সবই তার ব্যক্তিগত অভিজ্ঞতার উপর ভিত্তি করে লেখা। তার লেখা ‘Why I love India ভারতের মহান ঐতিহ্যের প্রতি তার শ্রদ্ধার বহিঃপ্রকাশ। হিন্দুধর্ম সম্বন্ধে অজ্ঞতা, ভুল ধারণা ও বিকৃত পরিবেশন, এই সবগুলি দূর করা, সংশোধন করাই তার উদ্দেশ্য। পশ্চিমের বুদ্ধিজীবীদের সামনে প্রাচীন ভারতীয় সভ্যতাকে তুলে ধরা সহজ কাজ নয়। এর জন্য যথেষ্ট সাহসের প্রয়োজন যেটা ক্যারোলিনার খুব বেশি পরিমাণেই আছে। ভারতের ঐতিহ্য সম্বন্ধে হিন্দুত্ব সম্বন্ধে কত ভুল ধারণা বিদেশে ছড়িয়ে আছে, তার মনকে যা পীড়িত করে। তাই তার এই উদ্যোগ আমাদের কাছে শিক্ষণীয়।
ক্যারোলিনার করা ভিডিওগুলি অনেক নতুন তথ্য দেয়, আমাদের বিস্ময়াবিষ্ট করে অনুপ্রেরণা জোগায়। যথেষ্ট মুন্সীয়ানার পরিচয় পাওয়া যায় এগুলির পরিবেশনায়। কোনও দেশের সংস্কৃতির, আচার আচরণের, রীতিনীতির সমালোচনা করা সহজ, কিন্তু বিরূপ সমালোচনার উপযুক্ত জবাব দেওয়া সহজ কাজ নয়, এই কঠিন কাজটিই ক্যারোলিনা করে। চলেছেন নিরলস ভাবে বিদেশিনী হওয়া সত্ত্বেও। যে দেশে অসংখ্য মন্দির যেমন আছে অসংখ্য আই টি সেন্টারও আছে, আধুনিক, তীব্র গতিসম্পন্ন শহর যেমন আছে, ধীরগতির গ্রামাঞ্চলও সারা। ভারতব্যাপী বর্তমান। এই সবই তাঁকে। মুগ্ধ করেছে। এ দেশের সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল করেছে যা অপরিমেয়। তার করা ইউ টিউব চ্যানেলটির ঠিকানা bit.ly/India-in-details
ক্যারোলিনা গোস্বামীকে আমাদের অভিনন্দন ও সশ্রদ্ধ নমস্কার।
রমা বন্দ্যোপাধ্যায়
2019-10-18