রাজধানী দিল্লিতে (Delhi) ফের আগুন-আতঙ্ক! এবার আগুন লাগল উত্তর-পূর্ব দিল্লির কেশবপুরম (Keshabpur) এলাকায় অবস্থিত একটি জুতো তৈরির কারখানায়। মঙ্গলবার সকালে জুতো তৈরির কারখানায় আগুন লাগে, কারখানার ভিতরে প্রচুর পরিমানে দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন।
গোটা কারখানা ধোঁয়ায় ঢেকে যায়। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের মোট ২৩টি ইঞ্জিন।
আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় এবং ধোঁয়ার কারণে বেগ পেতে হয় দমকল কর্মীদের। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে আগুন। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই। দিল্লি দমকলের ডিরেক্টর অতুল গর্গ জানিয়েছেন, সকাল ৮.৩৫ মিনিট নাগাদ ফোন করে অগ্নিকাণ্ড সম্পর্কে জানানো হয়। তৎক্ষণাৎ আগুন নেভাতে পৌঁছয় দমকলের ২৩টি ইঞ্জিন। কী কারণে আগুনের সূত্রপাত, তা খতিয়ে দেখা হচ্ছে। শর্ট সার্কিটের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই অগ্নিকাণ্ডে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।