চিকিৎসা করতে আসা রশিদ ও রফিকের হাতে নিগৃহীতা এক মহিলা ডাক্তার, একই কায়দায় বাড়ছে ডাক্তার নিগ্রহের ঘটনা কেরালায়

ডক্টর মালু মুরালির শুধু তাঁর কাছে চিকিৎসা করতে আসা রশীদ ও রফিককে শুধু জিজ্ঞেস করেছিলেন যে তারা কি ভাবে চোট পেলেন। ব্যস , তাতেই হয়ে গেলো কেলেঙ্কারি কান্ড। রশিদ ও রফিক এই মহিলা ডাক্তারের উপর ঝাঁপিয়ে পড়ে তাঁকে মারধর করে , গালিগালাজ করে এবং এই মহিলা ডাক্তারের পোশাকও ছিড়ে দেয়।
ঘটনাটি ঘটেছে তিরুবনন্তপুরমের ফোর্ট তালুক হাসপাতালে। শুধু তাই নয় ওই মহিলা ডাক্তারকে ওই দুই যুবক শাসায় এই বলে যে তিনি মহিলা না হলে তাঁকে দেয়ালে পুঁতে দেয়া হতো।

পুলিশ অবশ্য রফিক ও রাশিদ কে গ্রেফতার করেছে। ধৃতরা দুইজনেই কারিমাদম কলোনীর(Karimadom Colony) বাসিন্দা। এই আক্রমণের প্রতিবাদে হাসপাতাল কর্মীরা একদিনের ধর্মঘট পালন করেন। কেরালা গভর্নমেন্ট মেডিক্যাল অফিসার্স এসোসিয়েশনের (Kerala Government Medical Officer’s Association) তরফে এই ঘটনার কড়া নিন্দা করে রাজ্য ব্যাপী আন্দোলনের হুমকি দেওয়া হয়েছে।

কেরালার শিক্ষা মন্ত্রী ভি সিভানকুট্টি (V Sivankutty) অবশ্য দোষীদের কড়া শাস্তি দেওয়ার পক্ষেই সওয়াল করেছেন। প্রসঙ্গতঃ , কেরালাতে এই কায়দায় মহিলা ডাক্তারদের নিগৃহীত হওয়ার ঘটনা ক্রমেই উর্ধমুখী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.