আরএসএস কে জঙ্গি সংগঠন বলায় অভিযোগ দায়ের হল কর্ণাটকে

জাতীয়তাবাদ বিরোধী শক্তির অন্যতম আতঙ্কের নাম হল আরএসএস। আর সেইজন্যই তাদের সবসময় প্রচেষ্টা থাকে সাধারণ মানুষের চোখে আরএসএসকে নীচু করে দেখানোর্। আর তার অন্যতম উপায় হল বিভিন্ন জঙ্গি সংগঠন এর সাথে আরএসএসকে একাকার করে দেওয়া। আরএসএসকে জঙ্গি সংগঠন বলে প্রচার করা।

সেইরকমই এক অপচেষ্টা চলল কর্ণাটকে।
সেখানে গঙ্গাবতী শহরের বাসিন্দা আমির এক ফেসবুক পোস্টে আরএসএস কে জঙ্গি সংগঠন বলে দাগিয়ে দেয়। সে লেখে – “……………আপনারা আরএসএস কর্মীরা‚ আপনাদের কোনো সম্মান নেই? আপনার চেয়ে খারাপ জঙ্গি সংগঠন আর কেউ নেই।”

এই পোস্ট এর জন্যে সোমবার কোপ্পালের গঙ্গাবতী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে।

বিগত ২৪শে নভেম্বর গঙ্গাবতী শহরের সিদ্দিকেরি রেলওয়ে সেতুর কাছে ৬৫ বছর বয়সী একজন দৃষ্টিপ্রতিবন্ধী হুসেন এর উপরে ছিনতাই ও শারীরিক নিগ্রহের ঘটনার সাথে আরএসএস কে জড়িয়ে উদ্দেশ্যমূলকভাবে এই পোস্ট দেয় আমির।

হামলাফ ব্যাপারে হুসেন থানায় অভিযোগ দায়ের করেছেন। কোপ্পালের এসপি যশোদা ভান্তগোদি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং অভিযুক্তদের শীঘ্রই খুঁজে বের করা হবে বলে আশ্বাস দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.