বুধবার নিউটাউন এনকাউন্টারে মৃত্যু হয়েছে দুই পাঞ্জাবী গ্যাংস্টারের। এবারে পুলিশের মনে প্রশ্ন জেগেছে, নিহত দুই গ্যাংস্টারের সঙ্গে কি পাকিস্থানের যোগাযোগ ছিল? সূত্রের খবর, নিউটাউনের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে একটি ব্যাগ। সেই ব্যাগে লেখা রয়েছে উর্দু ভাষায় পাকিস্তানের কাপড়ের দোকানের নাম। পাশাপাশি, নিউটাউনের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ‘মেড ইন পাকিস্তান’ লেখা পিস্তলও।
বর্তমানে ওই ব্যাগটিকে ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা। পুলিশের প্রাথমিক অনুমান, তাদের পাকিস্থানে যাতায়াত ছিল। এ বিষয়ে, ইঙ্গিত পাওয়া গিয়েছিল পাঞ্জাবের ডিজিপির কথায়। তিনি জানিয়েছেন, জয়পাল সিং আন্তর্জাতিক ড্রাগ পাচার সঙ্গে যুক্ত ছিল। এখন পুলিশের মনে প্রশ্ন জেগেছে, জয়পাল নিজে কি পাকিস্থানে গিয়েছিল? নাকি কেউ এসে তার কাছে এই ব্যাগ দিয়ে গিয়েছিল। পুরো বিষয়টি খতিয়ে দেখছে গোয়েন্দারা। কোন জঙ্গিগোষ্ঠীর সঙ্গে জয়পালের যোগাযোগ ছিল কিনা, সেটাও খতিয়ে দেখছেন গোয়েন্দারা।
সূত্রের খবর, জয়পাল সিং এক ওয়েবসাইটের মাধ্যমে নিউটাউনের ফ্লাটটি ভাড়া নেন। এরপর সে ব্রোকারের সঙ্গে কথা বলে। বুধবার রাতেই পুলিশ দুই ব্রোকারকে জিজ্ঞাসাবাদ করেছে। নিউটাউনের ফ্ল্যাট বাড়ি থেকে উদ্ধার হয়েছে আধুনিক অস্ত্রশস্ত্র, পিস্তল ইত্যাদি। গতকাল রাত থেকেই পুলিশ আবাসনটিকে ঘিরে রেখেছে।