রামপুরহাট গণহত্যার তদন্ত শুরু করল সিবিআই। শুক্রবার রাতেই বগটুই গ্রামে পৌঁছয় কেন্দ্রীয় তদন্তকারীদের দল। শনিবার সকাল থেকে শুরু হয়েছে তদন্তের কাজ। জয়েন্ট ডিরেক্টরের নেতৃত্বে সিবিআইয়ের ৩০ জন সদস্যের একটি টিম পৌঁছেছে বগটুইতে।
বীরভূম জেলার পুলিশ সুপারকে ইমেল করা হয়েছে সিবিআইয়ের তরফে। তাতে এফআইআর-এর কপি সহ সমস্ত নথি, এখনও পর্যন্ত যত তথ্যপ্রমাণ পাওয়া গেছে তার সব সিবিআইয়ের হাতে তুলে দিতে বলা হয়েছে। জানা গেছে, দুটি দলে ভাগ হয়ে তদন্ত শুরু করেছে সিবিআই। একটি দল থানা থেকে কেস ডায়রি, যাবতীয় নথিপত্র সংগ্রহ করছে। অন্যদল গিয়েছে ঘটনাস্থলে।
রামপুরহাট হত্যাকাণ্ডে ধৃত তৃণমূল নেতা আনারুল হোসেন-সহ ২২ জনকে রামপুরহাট থানায় রাখা হয়েছে। সূত্রের খবর, আজ থানায় গিয়ে মামলা সংক্রান্ত সমস্ত নথি সংগ্রহ করবে সিবিআই। তদন্তে যে সমস্ত তথ্য উঠে এসেছে তা সিবিআইকে জানাবে রাজ্যের বিশেষ তদন্তকারী দল সিট। ধৃতদের বয়ানও নিতে পারে সিবিআই।
জানা গেছে, খুন, আগুন লাগানো, খুনের চেষ্টা, সম্পত্তি নষ্ট সহ মোট ১০টি ধারায় অভিযোগ দায়ের করেছে সিবিআই। প্রসঙ্গত, হাইকোর্টের নির্দশের পরেই এদিন ঘটনাস্থলে পৌঁছয় সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবোরেটরির ৯ বিশেষজ্ঞের একটি দল। অগ্নিদগ্ধ হয়ে যে বাড়িগুলিতে ৮ জনের মৃত্যু হয়েছে, সেখান থেকে নমুনা সংগ্রহ করেছেন তাঁরা৷