দু’ বছরে ৯ হাজার বাংলাদেশি আটক, সীমান্ত থেকেই ফেরানো হয়েছে ১৪ হাজার, চাঞ্চল্যকর তথ্য বিএসএফের

বিএসএফ-এর জারি করা একটি প্রতিবেদন ঘিরে চাঞ্চল্য ছড়াল গোটা রাজ্যে। সেখানে দাবি করা হয়েছে, ২০১৯ থেকে এখনও পর্যন্ত প্রায় ১৪ হাজার বাংলাদেশি নাগরিককে সীমান্ত থেকেই ফেরত পাঠানো হয়েছে। তারা ভারতে প্রবেশ করতে চেয়েছিলেন। একইসঙ্গে এই সময়ের মধ্যে বিএসএফের হাতে ধরা পড়েছে ৯, ২৩৩ জন বাংলাদেশি নাগরিক।

এই বেআইনি অনুপ্রবেশকারীদের অধিকাংশই এদেশে ভালো জীবিকা এবং উন্নত জীবন যাত্রার খোঁজেই আসেন। বাংলাদেশে কোনও মতে জীবন ধারণ করে যখন আর কোনও উপায় দেখতে পান না, তখনই পেটের দায়ে ভারতে আসতে চান অধিকাংশ মানুষ। শুধু তাইই নয়, ২০১৯ সালে সিএএ সংসদে অনুমোদন পাওয়ার পর আরও বেড়েছে এই অনুপ্রবেশের ঘটনা। যদিও ২০২০ সালে মাত্র ১২১৪ জনই এদেশে আসার চেষ্টা করেছেন কিন্তু ভারত থেকে বাংলাদেশে ফিরে গেছেন ৩৪৬৩ জন।

সীমান্ত রক্ষা বাহিনীর দেওয়া এহেন তথ্যে কার্যতই চোখ কপালে দেশবাসীর। একদিকে এদেশে ক্রমাগত চলতে থাকা এনআরসি-সিএএ বিরোধী আন্দোলন অন্যদিকে এই বিপুল পরিমাণ বেআইনি অনুপ্রবেশ, সব মিলিয়ে পরিস্থিতি যে বেশ ভালোরকমই জটিল, তেমনটাই অবশ্য মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ।

স্বরাষ্ট্র মন্ত্রকের এক বরিষ্ঠ আধিকারিক জানিয়েছেন, ‘২০১৯ সাল থেকে এই সময়কালের মধ্যে আমরা এই সমস্যাটিকে সামলানোর উপায়ে খানিক পরিবর্তন এনেছি। এই বেআইনি অনুপ্রবেশ রোখার জন্য ওই মানুষদের জেলে পোরাটা কোনও সমাধান হতে পারে না এই কথা বিশ্বাস করে যাঁদের এই অনুপ্রবেশের পিছনে কোনও রকম অপরাধী মানসিকতা বা পরিকল্পনা ছিল না তাঁদের সঙ্গে ভালো ব্যবহার করার জন্যই আমরা বিএসএফকে নির্দেশ দিয়েছি। সেখান থেকে বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনীর হাতে তুলে দেওয়া হচ্ছে তাঁদের।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.