৯. ৫৯ কোটি মানুষ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনাতে ভর্তুকি পাবে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (PMUY) সুবিধাভোগীদের প্রতি বছরে ১২টি রিফিলের জন্য প্রতি ১৪.২ কেজি সিলিন্ডারে ২০০ টাকার লক্ষ্যমাত্রা ভর্তুকি অনুমোদন করেছে।
এই ভর্তুকির উদ্দেশ্য হল রান্নার ক্ষেত্রে দূষনহীন জ্বালানিকে উৎসাহ দেওয়া। এবং PMUY সুবিধাভোগীদের LPG-এর ক্রমবর্ধমান আন্তর্জাতিক দাম থেকে ছাড় দেওয়া।
শেষ পাওয়া হিসাব অনুযায়ী ১লা মার্চ‚ ২০২৩ পর্যন্ত দেশে ৯.৫৯ কোটি PMUY সুবিধাভোগী রয়েছে। তারা প্রত্যেকেই এই ভর্তুকির সুবিধাটি পাবে।
প্রদেয় ভর্তুকি সরাসরি যোগ্য সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে। ফলে কোনোরকম দূর্ণীতি বা অন্য কোনো জটিলতার ভয়ও থাকবে না। এবং দরিদ্র শ্রেণীর অন্যান্য মানুষও PMUY এর সুবিধা নিতে আগ্রহী হবে। ফলে দূষনমুক্ত জ্বালানির পরিমাণ বাড়বে।
পাবলিক সেক্টরের তেল বিপণন সংস্থাগুলি (ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL), ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (BPCL), এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (HPCL)) ইতিমধ্যেই 22 মে 2022 থেকে এই ভর্তুকি প্রদান করছে৷
শুক্রবার (২৪ শে মার্চ) দেওয়া একটি সরকারি তথ্য অনুযায়ী, এই ভর্তুকির জন্য মোট ব্যয় হবে ২০২২-২৩ আর্থিক বছরের জন্য ৬‚১০০ কোটি টাকা এবং ২০২৩-২৪ -এর জন্য ৭‚৬৮০ কোটি টাকা৷
পিএমইউওয়াই গ্রাহকদের গড় এলপিজি ব্যবহার ২০১৯-২০ সালে ৩.০১ রিফিল থেকে ২০ শতাংশ বেড়ে ২০২১-২২ সালে ৩.৬৮ রিফিল হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে‚ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (PMUY) সরকার দ্বারা ২০১৬ সালের মে মাসে গরীব পরিবারের প্রাপ্তবয়স্ক মহিলাদের আমানত মুক্ত এলপিজি সংযোগ প্রদানের জন্য চালু করা হয়েছিল। ফলে গ্রামীণ এবং বঞ্চিত দরিদ্র পরিবারের জন্য এলপিজি অনেক সুলভ হয়ে উঠেছিল।