বাম শাসিত কেরলের পুলিশ বিভাগেই রয়েছে ঘুঘুর বাসা। পিএফআইয়ের সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে কেরলের পুলিশ কর্মীরা। এনআইএ-র তদন্তে উঠে এসেছে এমনই বিস্ফোরক তথ্য।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র একটি রিপোর্টে দাবি করা হয়েছে, কেরলের পুলিশ বিভাগে চাকরিরত ৮৭৩ জন আধিকারিকের পিএফআইয়ের সঙ্গে যোগ রয়েছে। যা রীতিমতো উদ্বেগজনক। ইতিমধ্যেই কেরল পুলিশের ডিজিকে সেই রিপোর্ট দিয়েছে এনআইএ।
উল্লেখ্য, গত সপ্তাহেই ইউএপিএ আইনের অধীনে আগামী পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে পিএফআই সংগঠনকে। শুধু পিএফআই-ই নয়, এর সঙ্গে যুক্ত একাধিক সংগঠন যেমন সিএফআই, অল ইন্ডিয়া ইমাম কাউন্সিল, রিহ্যাব ইন্ডিয়া ফাউন্ডেশন, ন্যাশনাল উইমেন্স ফ্রন্টকেও বেআইনি কার্যকলাপের সঙ্গে যুক্ত সংগঠন বলে ঘোষণা করা হয়েছে।
কিন্তু রণে ভঙ্গ দিচ্ছে না ইসলামি সংগঠনটি। এবার কর্ণাটকের রাস্তায় বদলা নেওয়ার হুমকি দিল পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া। কর্নাটকের দক্ষিণ কন্নড় জেলার বাঁটওয়াল তালুক এলাকার রাস্তায় সাদা কালিতে লেখা, ‘আমরা প্রতিশোধ নিতে আবার ফিরব। আমাদের দিকে নজর রাখুন’।