কোভিড-১৯ (Covid-19) সংক্রমণে ফের রেকর্ড ভারতে, একলাফে অনেকটাই বাড়ল মৃত্যুর সংখ্যা। বাড়তে বাড়তে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ২২,৬৮,৬৭৬-এ পৌঁছে গেল। ভারতে বিগত ২৪ ঘন্টায় (সোমবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ৮৭১ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৫৩,৬০১ জন। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪৫,২৫৭ জন এবং সংক্রমিত ২২,৬৮,৬৭৬ জন। এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ১৫,৮৩,৪৯০ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৬ লক্ষ ৩৯ হাজার ৯২৯।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ৪৫,২৫৭ জনের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ২০ জনের মৃত্যু হয়েছে, অন্ধ্রপ্রদেশে ২,১১৬ জনের মৃত্যু হয়েছে, অরুণাচল প্রদেশে ৩ জন, অসমে ১৫১ জন, বিহারে ৩৯৭ জনের, চন্ডীগড়ে ২৫ জন, ছত্তিশগড়ে ৯৯ জন, দাদর ও নগর হাভেলি এবং দমন ও দিউতে দু’জনের মৃত্যু হয়েছে, দিল্লিতে মৃত্যু হয়েছে ৪,১৩১ জনের, গোয়া ৮০ জন, গুজরাটে ২,৬৭২ জনের, হরিয়ানায় ৪৮৯ জনের, হিমাচল প্রদেশে ১৭ জনের, জম্মু-কাশ্মীরে ৪৭৮ জনের, ঝাড়খণ্ডে ১৮৮ জনের, কর্ণাটকে ৩,৩১২ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ১১৫ জন, লাদাখে ৯ জন, মধ্যপ্রদেশে ১,০১৫ জন, মহারাষ্ট্রে ১৮,০৫০ জনের মৃত্যু হয়েছে, মণিপুরে ১১ জন, মেঘালয়ে ৬ জন, নাগাল্যান্ডে ৮ জন, ওডিশায় ২৮৬ জনের, পুদুচেরিতে ৮৯ জন, পঞ্জাবে ৬০৪ জন, রাজস্থানে ৮০০ জনের, সিকিমে একজন, তামিলনাড়ুতে ৫,০৪১ জন, তেলেঙ্গানায় ৬৪৫ জন, ত্রিপুরায় ৪৩ জন, উত্তরাখণ্ডে ১৩৪ জন, উত্তর প্রদেশে ২,১২০ জন এবং পশ্চিমবঙ্গে ২,১০০ জন প্রাণ হারিয়েছেন।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ভারতে এই মুহূর্তে মৃত্যু হয়েছে ১.৯৯ শতাংশ মানুষের, সুস্থ হয়েছেন ৬৯.৮০ শতাংশ মানুষ এবং চিকিৎসাধীন ২৮.২১ শতাংশ মানুষ। প্রাণঘাতী ভাইরাস করোনাকে রুখতে ভারতে দ্রুততার সঙ্গে বেড়েই চলেছে করোনা-পরীক্ষা। ১০ আগস্ট পর্যন্ত ভারতে মোট ২,৫২,৮১,৮৪৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মঙ্গলবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, শুধুমাত্র ১০ আগস্ট ৬,৯৮,২৯০টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে। প্রসঙ্গত, এর আগে রবিবার সারা দিনে ভারতে ৪,৭৭,০২৩টি স্যাম্পেল টেস্ট করা হয়েছিল।