এই সরকারী কর্মচারীদের মুখে হাসি ফুটতে পারে৷ ৩০,০০০ টাকা পর্যন্ত লাভ হতে পারে৷ Ministry of Personnel, Public Grievances & Pensions (MoPPP) একটি বিজ্ঞপ্তি বের করে এই ইনসেনটিভের বিষয়ে জানায়৷
সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন উচ্চশিক্ষিত কর্মীরা কাজে নিযুক্ত হওয়ার পর তারা ১০,০০০-৩০,০০০ টাকা পর্যন্ত ইনসেনটিভ পাবে৷
একইভাবে সিজি কর্মীরা যাদের তিন বছর বা তার কম বছরের ডিগ্রী বা ডিপ্লোমা রয়েছে তারাও ১০,০০০টাকার ইনসেনটিভ পাবে৷ আগে এই ইনসেনটিভ ২,০০০-১০,০০০ টাকা পর্যন্ত পাওয়া যেত৷ পরে তা বেড়ে যায়৷
কে কত ইনসেনটিভ পেতে পারে?
পিএইচডি ধারীরা ৩০হাজার টাকা
স্নাতকোত্তর অথবা একবছর বা তার বেশি ডিপ্লোমা রয়েছে তারা ২৫হাজার টাকা
তিন বছরের বেশি ডিগ্রী বা ডিপ্লোমা ১৫হাজার টাকা
তিন বছরের কম ডিগ্রী ১০হাজার টাকা