করোনা-আক্রান্তের নিরিখে ফের রেকর্ড গড়ল ভারত (India)। এল ধাক্কায় ভারতে নতুন করে কোভিড-১৯ (Covid-19) ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৭,৪৬৬, যা এখনও পর্যন্ত রেকর্ড। বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে মৃত্যু হয়েছে ১৭৫ জন করোনা-সংক্রমিত রোগীর। শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪,৭০৬ এবং সংক্রমিত ১,৬৫,৭৯৯ জন। ইতিমধ্যেই ভারতে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৭,১১,০৫ জন। শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ১,৬৫,৭৯৯ জন (সক্রিয় করোনা রোগী ৮,৯৯,৮৭)। এখনও পর্যন্ত গোটা দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪,৭০৬। এর মধ্যেই চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ৭,১১,০৫ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ৪,৭০৬ জনের মধ্যে অন্ধ্রপ্রদেশে ৫৯ জনের মৃত্যু হয়েছে, অসমে ৪ জনের, বিহারে ১৫ জনের, চন্ডীগড়ে ৪ জন, দিল্লিতে ৩১৬ জনের, গুজরাটে ৯৬০ জনের, হরিয়ানায় ১৯ জনের, হিমাচল প্রদেশে ৫ জনের, জম্মু-কাশ্মীরে ২৭ জনের, ঝাড়খণ্ডে ৪ জনের, কর্ণাটকে ৪৭ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ৭ জন, মধ্যপ্রদেশে ৩২১ জন, মহারাষ্ট্রে ১,৯৮২ জনের মৃত্যু হয়েছে, মেঘালয়ে একজন, ওডিশায় ৭ জনের, পঞ্জাবে ৪০ জন, রাজস্থানে ১৮০ জনের, তামিলনাড়ুতে ১৪৫ জন, তেলেঙ্গানায় ৬৭ জন, উত্তরাখণ্ডে ৪ জন, উত্তর প্রদেশে ১৯৭ জন এবং পশ্চিমবঙ্গে ২৯৫ জন প্রাণ হারিয়েছেন।
করোনা-প্রকোপে ত্রস্ত মহারাষ্ট্রে শুক্রবার সকাল আটটা পর্যন্ত করোনা-আক্রান্তের সংখ্যা ৫৯,৫৪৬, দিল্লিতে ১৬,২৮১, তামিলনাড়ুতে ১৯,৩৭২, অন্ধ্রপ্রদেশে ৩২৫১ জন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৩৩ জন ( প্রত্যেকেই সুস্থ) অরুণাচল প্রদেশে ৪ জন, অসমে ৮৫৬ জন, বিহারে ৩২৯৬ জন, চন্ডীগড়ে ২৮৮ জন, ছত্তিশগড়ে ৩৯৯ জন, দাদর নগর হাভেলিতে দু’জন, গোয়ায় ৬৯ জন (সুস্থ ৩৮ জন), গুজরাটে ১৫,৫৬২ জন, হরিয়ানায় ১৫০৪ জন, হিমাচল প্রদেশে ২৭৬ জন, জম্মু-কাশ্মীরে ২০৩৬ জন, ঝাড়খণ্ডে ৪৬৯ জন, কেরলে ১০৮৮, কর্ণাটকে সংক্রমিত ২৫৩৩ জন, লাদাখে ৭৩ জন, মধ্যপ্রদেশে ৭৪৫৩ জন, মণিপুরে ৫৫ জন (৫ জন সুস্থ), মেঘালয় ২১ জন, মিজোরামে একজন, নাগাল্যান্ডে ১৮ জন, ওডিশায় ১৬৬০ জন, পুদুচেরিতে ৫১ জন, পঞ্জাবে ২১৫৮ জন, রাজস্থানে ৮০৬৭ জন, সিকিম একজন, তেলেঙ্গানায় ২২৫৬ জন, ত্রিপুরায় ২৪২ জন, উত্তরাখণ্ডে ৫০০ জন, উত্তর প্রদেশে ৭১৭০ এবং পশ্চিমবঙ্গে ৪৬৭৩ জন।