এবার কর্ণাটক। অসম সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারী ৭ বাংলাদেশি মুসলিমকে গ্রেফতার করল পুলিশ। তাদের কাছ থেকে জাল ভোটার এবং আধার কার্ড উদ্ধার হয়েছে। ধৃত বাংলাদেশিরা হল সোহেল রানা, জুলফিকার, উজ্জ্বল শেখ, মুনাজিল, মুসা শেখ, রহিম এবং আরিফ।
জানা গেছে, ধৃতরা কয়েক মাস আগে অসম সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে। তারপর সোজা যায় কর্ণাটকে। সেখানেই এক পোশাক কারখানায় কাজও জুটিয়ে নেয় তারা। গোপন সূত্রে খবর পেয়ে গত ১২ জুলাই ওই পোশাক কারখানায় হানা দেয় পুলিশ। সেখান থেকেই ৭ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে।
সাংবাদিক সম্মেলনে রামনগরের পুলিশ সুপার সন্তোষ বাবু জানান, ওই বাংলাদেশিরা সকলেই বাসবানপুরা এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করত। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে অসম, পশ্চিমবঙ্গ ও ওড়িশার ঠিকানা দেওয়া আধার কার্ড ও ভোটার কার্ড উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ধৃতরা এই বছরের মে মাসে দালাল ধরে অসম সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে। সেই দালালই তাদের ভোটার কার্ড ও আধার কার্ড জোগাড় করে দেয়। তারপর দালালের কথা মতো ট্রেনে করে কর্ণাটকে আসে। এখানে এসে তাঁরা ওই পোশাক কারখানায় কাজ শুরু করে।