৬৯-লক্ষ ছাড়াল করোনা-সংক্রমণ, ভারতে মৃত্যু বেড়ে ১,০৬,৪৯০

মারণ করোনাভাইরাসের দৌরাত্ম্য ভারতে বেড়েই চলেছে। বাড়তে বাড়তে ভারতে ৬৯-লক্ষের গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-সংক্রমণ। শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৬৯,০৬,১৫২-এ পৌঁছে গেল। ভারতে বিগত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ৯৬৪ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৭০,৪৯৬ জন। শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১,০৬,৪৯০ জন এবং মোট সংক্রমিত ৬৯,০৬,১৫২ জন। এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৫৯,০৬,০৭০ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৮ লক্ষ ৯৩ হাজার ৫৯২।


কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে,
১,০৬,৪৯০ জনের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৫৫ জনের মৃত্যু হয়েছে, অন্ধ্রপ্রদেশে ৬,১২৮ জনের মৃত্যু হয়েছে, অরুণাচল প্রদেশে ২২ জন, অসমে ৭৯৪ জন, বিহারে ৯২৯ জনের, চন্ডীগড়ে ১৮৬ জন, ছত্তিশগড়ে ১১৫৮ জন, দাদর ও নগর হাভেলি এবং দমন ও দিউতে দু’জনের মৃত্যু হয়েছে, দিল্লিতে মৃত্যু হয়েছে ৫,৬৮৩ জনের, গোয়া ৪৮৪ জন, গুজরাটে ৩,৫৩৮ জনের, হরিয়ানায় ১,৫৪৮ জনের, হিমাচল প্রদেশে ২৩৮ জনের, জম্মু-কাশ্মীরে ১,২৯১ জনের, ঝাড়খণ্ডে ৭৭৫ জনের, কর্ণাটকে ৯,৬৭৫ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ৯৩০ জন, লাদাখে ৬৩ জন, মধ্যপ্রদেশে ২,৫৪৭ জন, মহারাষ্ট্রে ৩৯,৪৩০ জনের মৃত্যু হয়েছে, মণিপুরে ৮৩ জন, মেঘালয়ে ৬০ জন, নাগাল্যান্ডে ১৭ জন, ওডিশায় ৯৭৪ জনের, পুদুচেরিতে ৫৫৬ জন, পঞ্জাবে ৩,৭৪১ জন, রাজস্থানে ১,৬০৫ জনের, সিকিমে ৫১ জন, তামিলনাড়ুতে ১,০০,৫২ জন, তেলেঙ্গানায় ১,২০৮ জন, ত্রিপুরায় ৩১১ জন, উত্তরাখণ্ডে ৭০২ জন, উত্তর প্রদেশে ৬,২৪৫ জন এবং পশ্চিমবঙ্গে ৫,৪৩৯ জন প্রাণ হারিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ভারতে এই মুহূর্তে মৃত্যু হয়েছে ১.৫৪ শতাংশ মানুষের, সুস্থ হয়েছেন ৮৫.৫২ শতাংশ মানুষ এবং চিকিৎসাধীন ১২.৯৪ শতাংশ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.