২৪ ঘন্টায় মৃত্যু ৬৭১ জনের, ভারতে করোনা-মুক্ত ৬,৫৩,৭৫১

নতুন করোনা-সংক্রমিতের সংখ্যা রোজই বাড়ছে ভারতে, হু হু করে বাড়ছে মৃত্যুও। ভারতে বিগত ২৪ ঘন্টায় (শুক্রবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ৬৭১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৪,৮৮৪ জন। শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ২৬,২৭৩ জন এবং সংক্রমিত ১০,৩৮,৭১৬ জন। এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৬,৫৩,৭৫১ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ লক্ষ ৫৮ হাজার ৬৯২।


কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ২৬,২৭৩ জনের মধ্যে অন্ধ্রপ্রদেশে ৫৩৪ জনের মৃত্যু হয়েছে, অরুণাচল প্রদেশে ৩ জন, অসমে ৫১ জন, বিহারে ২০১ জনের, চন্ডীগড়ে ১১ জন, ছত্তিশগড়ে ২৩ জন, দাদর ও নগর হাভেলি এবং দমন ও দিউতে দু’জনের মৃত্যু হয়েছে, দিল্লিতে মৃত্যু হয়েছে ৩,৫৭১ জনের, গোয়া ২১ জন, গুজরাটে ২১০৬ জনের, হরিয়ানায় ৩২৭ জনের, হিমাচল প্রদেশে ১১ জনের, জম্মু-কাশ্মীরে ২৩১ জনের, ঝাড়খণ্ডে ৪৬ জনের, কর্ণাটকে ১১৪৭ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ৩৮ জন, লাদাখে একজন, মধ্যপ্রদেশে ৬৯৭ জন, মহারাষ্ট্রে ১১,৪৫২ জনের মৃত্যু হয়েছে, মেঘালয়ে দু’জন, ওডিশায় ৮৩ জনের, পুদুচেরিতে ২৫ জন, পঞ্জাবে ২৩৯ জন, রাজস্থানে ৫৪৬ জনের, তামিলনাড়ুতে ২,৩১৫ জন, তেলেঙ্গানায় ৪০৩ জন, ত্রিপুরায় ৩ জন, উত্তরাখণ্ডে ৫১ জন, উত্তর প্রদেশে ১,০৮৪ জন এবং পশ্চিমবঙ্গে ১,০৪৯ জন প্রাণ হারিয়েছেন।
মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ-এই সমস্ত রাজ্যগুলিতে করোনা-আক্রান্তের সংখ্যা রোজই বাড়ছে। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ২,৯২,৫৮৯-এ পৌঁছেছে। দিল্লিতে আক্রান্ত ১২,০১,০৭, গুজরাটে ৪৬,৪৩০, পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ৩৮,০১১, উত্তর প্রদেশে ৪৫,১৬৩ এবং তামিলনাড়ুতে মোট করোনা-আক্রান্তের সংখ্যা ১৬,০৯,০৭।
ভারতে দ্রুততার সঙ্গে বাড়ছে করোনা-আক্রান্তের সংখ্যা, বাড়ছে মৃত্যুও। একইসঙ্গে দ্রুততার সঙ্গে বেড়েই চলেছে করোনা-পরীক্ষা। ১৭ জুলাই পর্যন্ত ভারতে মোট ১,৩৪,৩৩,৭৪২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনিবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, শুধুমাত্র ১৭ জুলাই ৩,৬১,০২৪টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.