প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ ভারতে বেড়েই চলেছে। ভারতে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। বাড়তে বাড়তে ভারতে ৬৭-লক্ষের গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-সংক্রমণ। বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৬৭,৫৭,১৩২-এ পৌঁছে গেল। ভারতে বিগত ২৪ ঘন্টায় (মঙ্গলবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ৯৮৬ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৭২,০৪৯ জন। বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১,০৪,৫৫৫ জন এবং মোট সংক্রমিত ৬৭,৫৭,১৩২ জন। এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৫৭,৪৪,৬৯৪ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৯ লক্ষ ০৭ হাজার ৮৮৩।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ১,০৪,৫৫৫ জনের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৫৪ জনের মৃত্যু হয়েছে, অন্ধ্রপ্রদেশে ৬,০৫২ জনের মৃত্যু হয়েছে, অরুণাচল প্রদেশে ২০ জন, অসমে ৭৭৮ জন, বিহারে ৯২৫ জনের, চন্ডীগড়ে ১৮০ জন, ছত্তিশগড়ে ১১০৪ জন, দাদর ও নগর হাভেলি এবং দমন ও দিউতে দু’জনের মৃত্যু হয়েছে, দিল্লিতে মৃত্যু হয়েছে ৫,৫৮১ জনের, গোয়া ৪৬৮ জন, গুজরাটে ৩,৫১৯ জনের, হরিয়ানায় ১,৫০৯ জনের, হিমাচল প্রদেশে ২২৯ জনের, জম্মু-কাশ্মীরে ১,২৬৮ জনের, ঝাড়খণ্ডে ৭৫৭ জনের, কর্ণাটকে ৯,৪৬১ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ৮৮৪ জন, লাদাখে ৬১ জন, মধ্যপ্রদেশে ২,৪৮৮ জন, মহারাষ্ট্রে ৩৮,৭১৭ জনের মৃত্যু হয়েছে, মণিপুরে ৭৮ জন, মেঘালয়ে ৬০ জন, নাগাল্যান্ডে ১৭ জন, ওডিশায় ৯৪০ জনের, পুদুচেরিতে ৫৪৬ জন, পঞ্জাবে ৩,৬৭৯ জন, রাজস্থানে ১,৫৭৪ জনের, সিকিমে ৪৯ জন, তামিলনাড়ুতে ৯,৯১৭ জন, তেলেঙ্গানায় ১,১৮৯ জন, ত্রিপুরায় ৩০১ জন, উত্তরাখণ্ডে ৬৭৭ জন, উত্তর প্রদেশে ৬,১৫৩ জন এবং পশ্চিমবঙ্গে ৫,৩১৮ জন প্রাণ হারিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ভারতে এই মুহূর্তে মৃত্যু হয়েছে ১.৫৫ শতাংশ মানুষের, সুস্থ হয়েছেন ৮৫.০২ শতাংশ মানুষ এবং চিকিৎসাধীন ১৩.৪৪ শতাংশ মানুষ।
2020-10-07