২৪ ঘন্টায় আক্রান্ত ৬,৫৬৬ জন, ভারতে করোনায় মৃত্যু বেড়ে ৪,৫৩১

প্রতি দিনই ভারতে (India) নতুন নতুন রেকর্ড গড়ে হু হু করে বাড়ছে করোনা-সংক্রমিতের সংখ্যা। বেড়েই চলেছে মৃত্যুও। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ (Covid-19) ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪,৫৩১ এবং সংক্রমিত ১,৫৮,৩৩৩ জন। ইতিমধ্যেই ভারতে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৬৭,৬৯২ জন। বিগত ২৪ ঘন্টার মধ্যেই ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬,৫৬৬ জন এবং মৃত্যু হয়েছে ১৯৪ জনের। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ১,৫৮,৩৩৩ জন (সক্রিয় করোনা রোগী ৮৬,১১০)। এখনও পর্যন্ত গোটা দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪,৫৩১। এর মধ্যেই চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ৭৬,৬৯২ জন।


কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ৪,৫৩১ জনের মধ্যে অন্ধ্রপ্রদেশে ৫৮ জনের মৃত্যু হয়েছে, অসমে ৪ জনের, বিহারে ১৫ জনের, চন্ডীগড়ে ৪ জন, দিল্লিতে ৩০৩ জনের, গুজরাটে ৯৩৮ জনের, হরিয়ানায় ১৮ জনের, হিমাচল প্রদেশে ৫ জনের, জম্মু-কাশ্মীরে ২৬ জনের, ঝাড়খণ্ডে ৪ জনের, কর্ণাটকে ৪৭ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ৭ জন, মধ্যপ্রদেশে ৩১৩ জন, মহারাষ্ট্রে ১,৮৯৭ জনের মৃত্যু হয়েছে, মেঘালয়ে একজন, ওডিশায় ৭ জনের, পঞ্জাবে ৪০ জন, রাজস্থানে ১৭৩ জনের, তামিলনাড়ুতে ১৩৩ জন, তেলেঙ্গানায় ৬৩ জন, উত্তরাখণ্ডে ৪ জন, উত্তর প্রদেশে ১৮২ জন এবং পশ্চিমবঙ্গে ২৮৯ জন প্রাণ হারিয়েছেন।


মহারাষ্ট্রের করোনা-পরিস্থিতি সবচেয়ে বেশি ভাবিয়ে তুলেছে। মহারাষ্ট্রে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত করোনা-আক্রান্তের সংখ্যা ৫৬,৯৪৮, দিল্লিতে ১৫,২৫৭, তামিলনাড়ুতে ১৮,৫৪৫, অন্ধ্রপ্রদেশে ৩১৭১ জন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৩৩ জন ( প্রত্যেকেই সুস্থ) অরুণাচল প্রদেশে দু’জন, অসমে ৭৮১ জন, বিহারে ৩০৬১ জন, চন্ডীগড়ে ২৭৯ জন, ছত্তিশগড়ে ৩৬৯ জন, দাদর নগর হাভেলিতে দু’জন, গোয়ায় ৬৮ জন (সুস্থ ৩৭ জন), গুজরাটে ১৫,১৯৫ জন, হরিয়ানায় ১৩৮১ জন, হিমাচল প্রদেশে ২৭৩ জন, জম্মু-কাশ্মীরে ১৯২১ জন, ঝাড়খণ্ডে ৪৪৮ জন, কেরলে ১০০৪, কর্ণাটকে সংক্রমিত ২৪১৮ জন, লাদাখে ৫৩ জন, মধ্যপ্রদেশে ৭২৬১ জন, মণিপুরে ৪৪ জন (৪ জন সুস্থ), মেঘালয় ২০ জন, মিজোরামে একজন, নাগাল্যান্ডে ৪ জন, ওডিশায় ১৫৯৩ জন, পুদুচেরিতে ৪৬ জন, পঞ্জাবে ২১৩৯ জন, রাজস্থানে ৭৭০৩ জন, সিকিম একজন, তেলেঙ্গানায় ২০৯৮ জন, ত্রিপুরায় ২৩০ জন, উত্তরাখণ্ডে ৪৬৯ জন, উত্তর প্রদেশে ৬৯৯১ এবং পশ্চিমবঙ্গে ৪৩৩২ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.