প্রতি দিনই ভারতে নতুন নতুন রেকর্ড গড়ে হু হু করে বাড়ছে করোনা (Corona) -সংক্রমিতের সংখ্যা। বেড়েই চলেছে মৃত্যুও। বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪,৩৩৭ এবং সংক্রমিত ১,৫১,৭৬৭ জন। ইতিমধ্যেই ভারতে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৬৪,৪২৫ জন। বিগত ২৪ ঘন্টার মধ্যেই ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬,৩৮৭ জন এবং মৃত্যু হয়েছে ১৭০ জনের। বুধবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ১,৫১,৭৬৭ জন (সক্রিয় করোনা রোগী ৮৩,০০৪)। এখনও পর্যন্ত গোটা দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪,৩৩৭। এর মধ্যেই চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ৬৪,৪২৫ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ৪,৩৩৭ জনের মধ্যে অন্ধ্রপ্রদেশে ৫৭ জনের মৃত্যু হয়েছে, অসমে ৪ জনের, বিহারে ১৩ জনের, চন্ডীগড়ে ৪ জন, দিল্লিতে ২৮৮ জনের, গুজরাটে ৯১৫ জনের, হরিয়ানায় ১৭ জনের, হিমাচল প্রদেশে ৫ জনের, জম্মু-কাশ্মীরে ২৪ জনের, ঝাড়খণ্ডে ৪ জনের, কর্ণাটকে ৪৪ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ৬ জন, মধ্যপ্রদেশে ৩০৫ জন, মহারাষ্ট্রে ১,৭৯২ জনের মৃত্যু হয়েছে, মেঘালয়ে একজন, ওডিশায় ৭ জনের, পঞ্জাবে ৪০ জন, রাজস্থানে ১৭০ জনের, তামিলনাড়ুতে ১২৭ জন, তেলেঙ্গানায় ৫৭ জন, উত্তরাখণ্ডে ৪ জন, উত্তর প্রদেশে ১৭০ জন এবং পশ্চিমবঙ্গে ২৮৩ জন প্রাণ হারিয়েছেন।
মহারাষ্ট্রের করোনা-পরিস্থিতি সবচেয়ে বেশি ভাবিয়ে তুলেছে। মহারাষ্ট্রে বুধবার সকাল আটটা পর্যন্ত করোনা-আক্রান্তের সংখ্যা ৫৪,৭৫৮, দিল্লিতে ১৪,৪৬৫, তামিলনাড়ুতে ১৭,৭২৮, অন্ধ্রপ্রদেশে ৩১৭১ জন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৩৩ জন ( প্রত্যেকেই সুস্থ) অরুণাচল প্রদেশে দু’জন, অসমে ৬১৬ জন, বিহারে ২৯৮৪ জন, চন্ডীগড়ে ২৬৬ জন, ছত্তিশগড়ে ৩৬১ জন, দাদর নগর হাভেলিতে দু’জন, গোয়ায় ৬৭ জন (সুস্থ ২৮ জন), গুজরাটে ১৪,৮২১ জন, হরিয়ানায় ১৩০৫ জন, হিমাচল প্রদেশে ২৪৭ জন, জম্মু-কাশ্মীরে ১৭৫৯ জন, ঝাড়খণ্ডে ৪২৬ জন, কেরলে ৯৬৩, কর্ণাটকে সংক্রমিত ২২৮৩ জন, লাদাখে ৫৩ জন, মধ্যপ্রদেশে ৭০২৪ জন, মণিপুরে ৩৯ জন (৪ জন সুস্থ), মেঘালয় ১৫ জন, মিজোরামে একজন, নাগাল্যান্ডে ৪ জন, ওডিশায় ১৫১৭ জন, পুদুচেরিতে ৪৬ জন, পঞ্জাবে ২১০৬ জন, রাজস্থানে ৭৫৩৬ জন, সিকিম একজন, তেলেঙ্গানায় ১৯৯১ জন, ত্রিপুরায় ২০৭ জন, উত্তরাখণ্ডে ৪০১ জন, উত্তর প্রদেশে ৬৫৪৮ এবং পশ্চিমবঙ্গে ৪০১৩ জন।