এবারে রামায়ণের সঙ্গে জড়িয়ে থাকা সমস্ত দর্শনীয় স্থানকে ছুঁয়ে দীর্ঘ সফর করবে ‘ভারত গৌরব টুরিস্ট’ ট্রেন বা ‘শ্রী রামায়ণ যাত্রা’ ট্রেন। ১৮ দিন ধরে এই ট্রেন পাড়ি দেবে আট হাজার কিলোমিটার রাস্তা। ভারতের পাশাপাশি এই ট্রেন যাবে নেপালেও। ইতিমধ্যেই, ভারতীয় রেল এই ট্রেনের সমস্ত সফরসূচি ও ভাড়ার কথা ঘোষণা করেছে। জানা গিয়েছে, এই ট্রেনটি যাত্রা শুরু করবে আগামী ২১ শে জুন থেকে।
যাত্রা শুরু হবে রামের জন্মস্থান অযোধ্যা থেকে। এরপর সেখান থেকে ট্রেন রওনা দেবে বিহারের বক্সারের উদ্দেশ্যে। পর্যটকেরা অযোধ্যায় শ্রী রামের জন্মভূমি মন্দির সহ রামের অনুজ ভারতের মন্দির প্রভৃতি দেখতে পাওয়ার সুযোগ পাবেন। ওদিকে, বক্সারের মহর্ষি বিশ্বমিত্রের আশ্রম থেকে শুরু করে পর্যটকদের নিয়ে যাওয়া হবে সীতামারিতে। বলা হয়, এইখানে সীতার জন্মস্থান। তারপর সেখান থেকে পর্যটকদের সড়কপথে নিয়ে যাওয়া হবে নেপালের জনকপুরীতে। এরপর ট্রেন এগিয়ে যাবে বারাণসীতে। সেখানে বিভিন্ন দর্শনীয় স্থান দেখিয়ে নিয়ে পর্যটকদের ট্রেনে করে নিয়ে যাওয়া হবে নাসিকে।
তারপর নাসিক থেকে হাম্পি ও কিষ্কিন্ধ্যায়। সবশেষে, শ্রী রামায়ণ যাত্রা ট্রেন পৌঁছবে তেলেঙ্গানার ভদ্রচলমে। ইতিহাসে, এই স্থানকে বলা হয় দক্ষিণের অযোধ্যা। সবশেষে, ট্রেন ফিরে আসবে দিল্লিতে। জানানো হয়েছে যে, সমস্ত পর্যটকদের সুরক্ষার কথা চিন্তা করে প্রতিটি কোচে থাকবে সিসিটিভি ক্যামেরা ও নিরাপত্তা রক্ষী। ভারতীয় রেল আরও জানিয়েছে, ট্রেনের টিকিট কাটা যাবে আইআরসিটিসি’র অফিশিয়াল ওয়েবসাইট থেকেই। জনপ্রতি টিকিটের খরচ ৬২ হাজার ৩৭০ টাকা। এই ট্রেনে সব মিলিয়ে মোট ৬০০ জন যাত্রী যাত্রা করতে পারবেন। প্রথম ১০০ জন পাবেন ১০ শতাংশ ছাড়।
2022-05-07