ইরান থেকে ফিরলেন ৫৮ জন ভারতীয়, বায়ুসেনাকে ধন্যবাদ জয়শঙ্করের

করোনাভাইরাসে (Coronavirus) ত্রস্ত ইরান (Iran) থেকে দেশে ফিরল ভারতীয়দের প্রথম ব্যাচ| প্রথম ব্যাচে মোট ৫৮ জন ভারতীয় (Indian) রয়েছেন| সোমবার রাতে গাজিয়াবাদের হিন্দন বায়ুসেনা ঘাঁটি থেকে ইরানের রাজধানী তেহরানের উদ্দেশে রওনা দিয়েছিল ভারতীয় বায়ুসেনার বিমান সি-১৭ গ্লোবমাস্টার| সঙ্গে পাঠানো হয়েছিল বায়ুসেনার মেডিক্যাল টিম সাপোর্ট স্টাফদের| তেহরান থেকে ৫৮ জন ভারতীয়কে নিয়ে মঙ্গলবার সকালে গাজিয়াবাদের হিন্দন বায়ুসেনা ঘাঁটিতে ফিরে এসেছে সি-১৭ গ্লোবমাস্টার|


সফলভাবে ভারতীয়রা দেশে ফিরে আসার প্রাক্কালে, বিদেশমন্ত্রী সুব্রহ্মণম জয়শঙ্কর (Subrahmanya Jayashankar) টুইট করে ভারতে ইরানের (Iran) দূতাবাসের সহযোগিতার প্রশংসা করেছেন| ভারতীয় বায়ুসেনাকেও ধন্যবাদ জানিয়েছেন বিদেশমন্ত্রী| পাশাপাশি আশ্বস্ত করেছেন বাকি ভারতীয়দেরও সেখান থেকে শীঘ্রই ফিরিয়ে আনা হবে| উল্লেখ্য, করোনাভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে ইরানে| ইতিমধ্যেই মারা গিয়েছে কমপক্ষে ২৩৭ জন| আক্রান্ত হয়েছেন ৭,১৬১ জন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.