৫২-লক্ষ ছাড়াল করোনা-সংক্রমণ, ভারতে মৃত্যু বেড়ে ৮৪,৩৭২

মারণ করোনাভাইরাসের বাড়বাড়ন্তে দিশেহারা ভারত। ভারতে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। বাড়তে বাড়তে ভারতে ৫২-লক্ষের গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-সংক্রমণ। শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৫২,১৪,৬৭৮-এ পৌঁছে গেল। ভারতে বিগত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ১,১৭৪ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৯৬,৪২৪ জন। শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৮৪,৩৭২ জন এবং মোট সংক্রমিত ৫২,১৪,৬৭৮ জন। এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৪১,১২,৫৫২ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১০ লক্ষ ১৭ হাজার ৭৫৪।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ৮৪,৩৭২ জনের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৫২ জনের মৃত্যু হয়েছে, অন্ধ্রপ্রদেশে ৫,১৭৭ জনের মৃত্যু হয়েছে, অরুণাচল প্রদেশে ১৩ জন, অসমে ৫২৮ জন, বিহারে ৮৫৫ জনের, চন্ডীগড়ে ১০৯ জন, ছত্তিশগড়ে ৬২৮ জন, দাদর ও নগর হাভেলি এবং দমন ও দিউতে দু’জনের মৃত্যু হয়েছে, দিল্লিতে মৃত্যু হয়েছে ৪,৮৭৭ জনের, গোয়া ৩২৭ জন, গুজরাটে ৩,২৭০ জনের, হরিয়ানায় ১,০৬৯ জনের, হিমাচল প্রদেশে ৯৮ জনের, জম্মু-কাশ্মীরে ৯৫১ জনের, ঝাড়খণ্ডে ৫৯০ জনের, কর্ণাটকে ৭,৬২৯ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ৪৮৯ জন, লাদাখে ৪৬ জন, মধ্যপ্রদেশে ১,৮৭৭ জন, মহারাষ্ট্রে ৩১,৩৫১ জনের মৃত্যু হয়েছে, মণিপুরে ৫১ জন, মেঘালয়ে ৩১ জন, নাগাল্যান্ডে ১৫ জন, ওডিশায় ৬৬৯ জনের, পুদুচেরিতে ৪৩১ জন, পঞ্জাবে ২,৬৪৬ জন, রাজস্থানে ১,২৯৩ জনের, সিকিমে ২২ জন, তামিলনাড়ুতে ৮,৬১৮ জন, তেলেঙ্গানায় ১,০১৬ জন, ত্রিপুরায় ২২৮ জন, উত্তরাখণ্ডে ৪৬০ জন, উত্তর প্রদেশে ৪,৭৭১ জন এবং পশ্চিমবঙ্গে ৪,১৮৩ জন প্রাণ হারিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ভারতে এই মুহূর্তে মৃত্যু হয়েছে ১.৬২ শতাংশ মানুষের, সুস্থ হয়েছেন ৭৮.৮৬ শতাংশ মানুষ এবং চিকিৎসাধীন ১৯.৫২ শতাংশ মানুষ।
ভারতে ৬.১৫ কোটির ঊর্ধ্বে করোনা-পরীক্ষা, ২৪ ঘন্টায় ১০.০৬ লক্ষ
বাড়তে বাড়তে ভারতে ৬.১৫ কোটির ঊর্ধ্বে পৌঁছে গেল করোনা-পরীক্ষা। একইসঙ্গে ভারতে ফের অনেকটাই নিম্নমুখী দৈনিক করোনা-পরীক্ষা। ভারতে বিগত ২৪ ঘন্টায় ১০,০৬,৬১৫টি করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত দেশে ৬,১৫,৭২,৩৪৩টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে।শুক্রবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, বিগত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার সারাদিনে) ভারতে ১০,০৬,৬১৫টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ভারতে ৬,১৫,৭২,৩৪৩টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে। এর আগে বুধবার সারাদিনে ভারতে ১১,৩৬,৬১৩টি স্যাম্পেল টেস্ট করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.