চলতি বছরে, এপ্রিল মাস পর্যন্ত জম্মু ও কাশ্মীরে সন্ত্রাস-দমন অভিযানে খতম হয়েছে ৫০ জন সন্ত্রাসবাদী, শুধুমাত্র লকডাউনের মধ্যেই নিকেশ হয়েছে ১৮ জন জঙ্গি। নিহত ৫০ জন জঙ্গির মধ্যে জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তৈইবা এবং হিজবুল মুজাহিদিন জঙ্গি সংগঠনের শীর্ষ কমান্ডারও রয়েছে।


শুক্রবার জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) প্রশাসনের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।
তবে, দুঃসংবাদ হল-এই সময়ের মধ্যেই শহিদ হয়েছেন সুরক্ষা বাহিনীর ১৭ জন জওয়ান এবং ৯ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। জম্মু ও কাশ্মীর প্রশাসন সূত্রের খবর, চলতি বছরে এখনও পর্যন্ত সুরক্ষা বাহিনীর অভিযানে নিকেশ হয়েছে ৫০ জন জঙ্গি। তার মধ্যে করোনাভাইরাস লকডাউনের মধ্যেই খতম হয়েছে ১৮ জন জঙ্গি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.