জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) বদগাম জেলায় লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের মদদদাতা ৫ জন সন্দেহভাজনকে গ্রেফতার করল সুরক্ষা বাহিনী। তল্লাশি অভিযান চালানোর সময় বদগাম জেলার নারবাল এলাকা থেকে লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের মদদদাতা, ৫ জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে বদগাম পুলিশ এবং সেনাবাহিনীর ২ রাষ্ট্রীয় রাইফেলস। ধৃতদের নাম-ইমরান রশিদ, ইফসান আহমেদ গণি, ওয়াসিস আহমেদ, মোহসিন কাদির এবং আবিদ রাথের। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একে ৪৭ রাইফেলের ২৮ রাউন্ড গুলি, একে ৪৭ রাইফেলের একটি ম্যাগাজিন এবং লস্কর জঙ্গিদের ২০টি পোস্টার।
বদগাম পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে, নারবাল এলাকা থেকে লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের মদদদাতা, ৫ জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। বিগত কয়েকমাস ধরে ওই এলাকায় সক্রিয় ছিল ওই চক্র। লস্কর জঙ্গিদের লজিস্টিক সাপোর্ট এবং আশ্রয় দেওয়ার কাজ করত সন্দেহভাজনরা। ধৃতদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
2020-06-25