২৪ ঘন্টায় মৃত্যু ৪৮৭ জনের, ভারতে করোনা-মুক্ত ৪,৭৬,৩৭৮

পরিস্থিতি খারাপ থেকে আরও ভয়াবহ হয়ে উঠছে! কোনও ভাবেই সংক্রমণ ও মৃত্যুতে রাশ টানাই যাচ্ছে না। ভারতে বিগত ২৪ ঘন্টায় (বুধবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ৪৮৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ২৪,৮৭৯ জন। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ২১,১২৯ জন এবং সংক্রমিত ৭,৬৭,২৯৬ জন। এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৪,৭৬,৩৭৮ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৭,৬৭,২৯৬ জন (সক্রিয় করোনা রোগী ২,৬৯,৭৮৯)। এখনও পর্যন্ত গোটা দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২১,১২৯। এর মধ্যেই চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ৪,৭৬,৩৭৮ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ২১,১২৯ জনের মধ্যে অন্ধ্রপ্রদেশে ২৬৪ জনের মৃত্যু হয়েছে, অরুণাচল প্রদেশে দু’জন, অসমে ১৬ জন, বিহারে ১০৭ জনের, চন্ডীগড়ে ৭ জন, ছত্তিশগড়ে ১৪ জন, দিল্লিতে ৩২১৩ জনের, গোয়া ৮ জন, গুজরাটে ১৯৯৩ জনের, হরিয়ানায় ২৮২ জনের, হিমাচল প্রদেশে ১১ জনের, জম্মু-কাশ্মীরে ১৪৯ জনের, ঝাড়খণ্ডে ২২ জনের, কর্ণাটকে ৪৭০ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ২৭ জন, লাদাখে একজন, মধ্যপ্রদেশে ৬২৯ জন, মহারাষ্ট্রে ৯,৪৪৮ জনের মৃত্যু হয়েছে, মেঘালয়ে একজন, ওডিশায় ৪৮ জনের, পুদুচেরিতে ১৪ জন, পঞ্জাবে ১৭৮ জন, রাজস্থানে ৪৮২ জনের, তামিলনাড়ুতে ১,৭০০ জন, তেলেঙ্গানায় ৩২৪ জন, ত্রিপুরায় একজন, উত্তরাখণ্ডে ৪৬ জন, উত্তর প্রদেশে ৮৪৫ জন এবং পশ্চিমবঙ্গে ৮২৭ জন প্রাণ হারিয়েছেন।

করোনা-আক্রান্তের নিরিখে দেশের মধ্যে এগিয়েই রয়েছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ২,২৩,৭২৪-এ পৌঁছেছে। দিল্লিতে আক্রান্ত ১০,৪৮,৬৪, গুজরাটে ৩৮,৩৩৩, পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ২৪,৮২৩, উত্তর প্রদেশে ৩১,১৫৬ এবং তামিলনাড়ুতে মোট করোনা-আক্রান্তের সংখ্যা ১২,২৩,৫০।
মৃত্যু ও আক্রান্তের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে দ্রুত গতিতে চলছে নমুনা পরীক্ষা। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ জানিয়েছে, ৮ জুলাই পর্যন্ত ১,০৭,৪০,৮৩২টি নমুনা পরীক্ষা হয়েছে। শুধুমাত্র ৮ জুলাই ২,৬৭,০৬১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.