২৪ ঘন্টায় মৃত্যু ৪৬৫ জনের, ভারতে করোনা-মুক্ত ২,৫৮,৬৮৫ জন

প্রাণঘাতী কোভিড-১৯ (Covid-19) ভাইরাসে সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে ভারতে। ভারতে বিগত ২৪ ঘন্টায় নতুন করে কোভিড-১৯ (Covid-19) ভাইরাসে আক্রান্ত হয়ে ৪৬৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৫,৯৬৮ জন। বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১৪,৪৭৬ জন এবং সংক্রমিত ৪,৫৬,১৮৩ জন। ইতিমধ্যেই ভারতে করোনা-মুক্ত হয়েছেন ২,৫৮,৬৮৫ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৪,৫৬,১৮৩ জন (সক্রিয় করোনা রোগী ১,৮৩,০২২)। এখনও পর্যন্ত গোটা দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৪,৪৭৬। এর মধ্যেই চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ২,৫৮,৬৮৫ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ১৪,৪৭৬ জনের মধ্যে অন্ধ্রপ্রদেশে ১১৯ জনের মৃত্যু হয়েছে, অসমে ৯ জনের, বিহারে ৫৬ জনের, চন্ডীগড়ে ৬ জন, ছত্তিশগড়ে ১২ জন, দিল্লিতে ২৩০১ জনের, গোয়া একজন, গুজরাটে ১৭১০ জনের, হরিয়ানায় ১৭৮ জনের, হিমাচল প্রদেশে ৮ জনের, জম্মু-কাশ্মীরে ৮৭ জনের, ঝাড়খণ্ডে ১১ জনের, কর্ণাটকে ১৫০ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ২২ জন, লাদাখে একজন, মধ্যপ্রদেশে ৫২৫ জন, মহারাষ্ট্রে ৬,৫৩১ জনের মৃত্যু হয়েছে, মেঘালয়ে একজন, ওডিশায় ১৭ জনের, পুদুচেরিতে ৯ জন, পঞ্জাবে ১০৫ জন, রাজস্থানে ৩৬৫ জনের, তামিলনাড়ুতে ৮৪৩ জন, তেলেঙ্গানায় ২২০ জন, ত্রিপুরায় একজন, উত্তরাখণ্ডে ৩০ জন, উত্তর প্রদেশে ৫৮৮ জন এবং পশ্চিমবঙ্গে ৫৮০ জন প্রাণ হারিয়েছেন।
মহারাষ্ট্র, গুজরাট, দিল্লি, তামিলনাড়ু, রাজস্থান, পশ্চিমবঙ্গ-এই রাজ্যগুলির করোনা-পরিস্থিতি দেশবাসীর চিন্তা সবথেকে বেশি বাড়াচ্ছে। এই রাজ্যগুলিতেই প্রতিদিন হু হু করে বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। বুধবার সকাল আটটা পর্যন্ত মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১৩,৯০,১০, দিল্লিতে ৬৬,৬০২, তামিলনাড়ুতে আক্রান্ত ৬৪,৬০৩, রাজস্থানে সংক্রমিত ১৫,৬৩৭ এবং পশ্চিমবঙ্গে সংক্রমিত ১৪,৭২৮।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.