ভারতে (India) কোভিড-১৯ নভেল করোনাভাইরাসের প্রকোপ থামছেই না! কোনও ভাবেই সংক্রমণ ও মৃত্যুতে রাশ টানা যাচ্ছে না। বাড়তে বাড়তে ভারতে ৭ লক্ষের কাছাকাছি পৌঁছে গিয়েছে করোনা-আক্রান্তের সংখ্যা। ভারতে বিগত ২৪ ঘন্টায় (রবিবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ (Covid-19) ভাইরাসে আক্রান্ত হয়ে ৪২৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ২৪,২৪৮ জন। সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১৯,৬৯৩ জন এবং সংক্রমিত ৬,৯৭,৪১৩ জন। এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৪,২৪,৪৩৩ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৬,৯৭,৪১৩ জন (সক্রিয় করোনা রোগী ২,৫৩,২৮৭)। এখনও পর্যন্ত গোটা দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯,৬৯৩। এর মধ্যেই চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ৪,২৪,৪৩৩ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ১৯,৬৯৩ জনের মধ্যে অন্ধ্রপ্রদেশে ২৩২ জনের মৃত্যু হয়েছে, অরুণাচল প্রদেশে একজন, অসমে ১৪ জন, বিহারে ৯৫ জনের, চন্ডীগড়ে ৬ জন, ছত্তিশগড়ে ১৪ জন, দিল্লিতে ৩০৬৭ জনের, গোয়া ৭ জন, গুজরাটে ১৯৪৩ জনের, হরিয়ানায় ২৬৫ জনের, হিমাচল প্রদেশে ১১ জনের, জম্মু-কাশ্মীরে ১৩২ জনের, ঝাড়খণ্ডে ১৯ জনের, কর্ণাটকে ৩৭২ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ২৫ জন, লাদাখে একজন, মধ্যপ্রদেশে ৬০৮ জন, মহারাষ্ট্রে ৮,৮২২ জনের মৃত্যু হয়েছে, মেঘালয়ে একজন, ওডিশায় ৩৬ জনের, পুদুচেরিতে ১২ জন, পঞ্জাবে ১৬৪ জন, রাজস্থানে ৪৫৬ জনের, তামিলনাড়ুতে ১,৫১০ জন, তেলেঙ্গানায় ২৯৫ জন, ত্রিপুরায় একজন, উত্তরাখণ্ডে ৪২ জন, উত্তর প্রদেশে ৭৮৫ জন এবং পশ্চিমবঙ্গে ৭৫৭ জন প্রাণ হারিয়েছেন।
করোনা-আক্রান্তের নিরিখে দেশের মধ্যে এগিয়েই রয়েছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ২০,৬৬,১৯-এ পৌঁছেছে। দিল্লিতে আক্রান্ত ৯৯,৪৪৪, গুজরাটে ৩৬,০৩৭, পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ২২,১২৬, উত্তর প্রদেশে ২৭,৭০৭ এবং তামিলনাড়ুতে মোট করোনা-আক্রান্তের সংখ্যা ১,১১,১৫১। মৃত্যু ও আক্রান্তের সংখ্যা যতটা দ্রুত গতিতে বাড়ছে, ঠিক ততটাই দ্রুত গতিতে চলছে নমুনা পরীক্ষা। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ জানিয়েছে, ৫ জুলাই পর্যন্ত ৯৯,৬৯,৬৬২টি নমুনা পরীক্ষা হয়েছে। শুধুমাত্র ৫ জুলাই ১,৮০,৫৯৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।