২৪ ঘন্টায় মৃত্যু ৪১৮ জনের, ভারতে করোনা-মুক্ত ২,৭১,৬৯৭ জন

প্রাণঘাতী কোভিড-১৯ (Covid-19) ভাইরাসে সংক্রমণ ও মৃত্যু থামছেই না ভারতে। ভারতে বিগত ২৪ ঘন্টায় নতুন করে কোভিড-১৯ (Covid-19) ভাইরাসে আক্রান্ত হয়ে ৪১৮ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৬,৯২২ জন। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ (Covid-19) ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১৪,৮৯৪ জন এবং সংক্রমিত ৪,৭৩,১০৫ জন। ইতিমধ্যেই ভারতে করোনা-মুক্ত হয়েছেন ২,৭১,৬৯৭ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৪,৭৩,১০৫ জন (সক্রিয় করোনা রোগী ২,৭১,৬৯৭)। এখনও পর্যন্ত গোটা দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৪,৮৯৪। এর মধ্যেই চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ২,৭১,৬৯৭ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ১৪,৮৯৪ জনের মধ্যে অন্ধ্রপ্রদেশে ১২৪ জনের মৃত্যু হয়েছে, অসমে ৯ জনের, বিহারে ৫৭ জনের, চন্ডীগড়ে ৬ জন, ছত্তিশগড়ে ১২ জন, দিল্লিতে ২৩৬৫ জনের, গোয়া দু’জন, গুজরাটে ১৭৩৫ জনের, হরিয়ানায় ১৮৮ জনের, হিমাচল প্রদেশে ৮ জনের, জম্মু-কাশ্মীরে ৮৮ জনের, ঝাড়খণ্ডে ১১ জনের, কর্ণাটকে ১৬৪ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ২২ জন, লাদাখে একজন, মধ্যপ্রদেশে ৫৩৪ জন, মহারাষ্ট্রে ৬,৭৩৯ জনের মৃত্যু হয়েছে, মেঘালয়ে একজন, ওডিশায় ১৭ জনের, পুদুচেরিতে ৯ জন, পঞ্জাবে ১১৩ জন, রাজস্থানে ৩৭৫ জনের, তামিলনাড়ুতে ৮৬৬ জন, তেলেঙ্গানায় ২২৫ জন, ত্রিপুরায় একজন, উত্তরাখণ্ডে ৩৫ জন, উত্তর প্রদেশে ৫৯৬ জন এবং পশ্চিমবঙ্গে ৫৯১ জন প্রাণ হারিয়েছেন।
মহারাষ্ট্র, গুজরাট, দিল্লি, তামিলনাড়ু, রাজস্থান, পশ্চিমবঙ্গ-এই রাজ্যগুলিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এই রাজ্যগুলিতেই প্রতিদিন হু হু করে বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১৪,২৯,০০, দিল্লিতে ৭০,৩৯০, তামিলনাড়ুতে আক্রান্ত ৬৭,৪৬৮, রাজস্থানে সংক্রমিত ১৬,০০৯ এবং পশ্চিমবঙ্গে সংক্রমিত ১৫,১৭৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.