ফের এনকাউন্টারে জঙ্গি নিকেশ করল ভারতীয় জওয়ানরা৷ সোমবার ভোরে দক্ষিণ কাশ্মীরে লস্কর-ই-তইবা জঙ্গি গোষ্ঠীর চার জঙ্গি খতম হয় সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে৷
সূত্র অনুযায়ী, এনকাউন্টার সাইটটি লস্সিপোরা, এটি ন্যাশনাল হাইওওয়ের কাছেই, যেখানে গত ১৪ ফেব্রুয়ারি ভয়াবহ বিস্ফোরণ ঘটে৷ নিরাপত্তা রক্ষীরা ওই এলাকায় জঙ্গি উপস্থিতির খবর পেয়ে অভিযানে নামে৷ সেখানেই চার জঙ্গিকে খতম করে তাদের থেকে উদ্ধার করা হয় ২ একে রাইফেলস্, ১ এসএলআর এবং ১ পিস্তল৷
প্রসঙ্গত, ওই এলাকায় একাধিক তল্লাশি এবং নিরাপত্তা সংক্রান্ত অভিযান চলছে৷ শনিবারই এখানে সিআরপিএফ কনভয়ের কাছে একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে৷ সেদিন সকাল ১০.৩০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে৷ তবে কেউ তাতে হতাহত হয়নি৷ পুলওয়ামা আত্মঘাতী হামলার স্মৃতিকে উস্কে দিয়ে ফের একই কায়দায় বিস্ফোরণ ঘটায় নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটো সাঁটো করে দেওয়া হয়েছে ওই এলাকায়৷
আধিকারিকরা জানান, একটি হুন্ডাই স্যান্ট্রো এই বিস্ফোরণে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়৷ এই বিস্ফোরণের ফলে সিারপিএফের একটি বাস সামান্য ক্ষতিগ্রস্ত হয় বলে জানা যায়৷ মনে করা হচ্ছে, গাড়িটিতে কিছু কেমিক্যালস্, বিস্ফোরক এবং এলপিজি সিলিন্ডার ছিল৷ তাই বিস্ফোরণের মাত্রা তীব্র হয়৷ তবে কেউ আহত হয়নি এএই বিস্ফোরণে৷