আজ থেকে বছর তিনেক আগের কথা। সিএএ নিয়ে উত্তাল হয়ে উঠেছিল ভারত। বিভিন্ন রাজ্যে শুরু হয় দাঙ্গা। নষ্ট হয় বহু সম্পত্তি। মামলা দায়ের হয় আন্দোলনকারীদের বিরুদ্ধে। সেই মামলার রায় ঘোষণা হল। এই মামলার তদন্তের জন্য গঠিত বোর্ড মোট ৮৬ জনকে দোষী সাব্যস্ত করেছে।
বোর্ড জানিয়ে দিয়েছে, দোষী সাব্যস্ত হওয়া ৮৬ জনের থেকে ক্ষতিপূরণ বাবদ ৪ লক্ষ ২৭ হাজার ৪৩৯ টাকা আদায় করা হবে। এই রায়ের বিরুদ্ধে আদালতে আবেদনও করা যাবে না। মামলার জন্য গঠিত ট্রাইব্যুনালের প্রধান ডঃ অশোক কুমার সিংহ ও প্রবীণ অগ্রবাল এই রায়ে শিলমোহর লাগান। হিসেব বলছে প্রত্যেক দোষী ব্যক্তি ৪৯৭১ টাকা করে জরিমানা দেবে। জানা যাচ্ছে এই জরিমানা আদায়ের দায়িত্ব দেওয়া হয়েছে এলাকার জেলা আধিকারিককে।
বিশেষ সূত্রে খবর, যে ৮৬ জন ব্যক্তি দোষী সাব্যস্ত হয়েছে তাদের মধ্যে তিন জনকে এখনও শনাক্তই করা যায়নি। তাদের ছবি পোস্টারও লাগানো হয়েছে চারিদিকে। এই পোস্টার লাগাতে যে খরচ হবে তাও নাকি ওই ৩ ব্যক্তির থেকেই নেওয়া হবে বলে জানা যাচ্ছে। এছাড়া মেরাঠের আরও একাধিক ঘটনায় মোট ২৭৭ জন অপরাধীকে নোটিশ পাঠানো হয়েছে। সূত্র মারফত খবর, এই হামলায় শুধুমাত্র সরকারি সম্পত্তিই ধ্বংস করা হয় নি, হামলা চালানো হয় পুলিশের উপরও।