ফের ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল দিল্লি (Delhi)। শুক্রবার সন্ধ্যে সাতটা নাগাদ ৪.৭ মাত্রার বড়সড় ভূমিকম্প হল দিল্লি, নয়ডা ও সংলগ্ন এলাকায়। কম্পনের তীব্রতায় কাঁপতে থাকে বাড়িঘর। যার জেরে মানুষের মনে আতঙ্ক ছড়ায় । তবে, এখনও কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানীর খবর পাওয়া যায়নি।
বিগত কয়েক মাস ধরে বেশ কয়েকটি ভূমিকম্প হয়েছে দিল্লি ও তার আশে পাশে। শুক্রবার ফের ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি । শুক্রবার সন্ধ্যে সাতটা নাগাদ ৪.৭ মাত্রার বড়সড় ভূমিকম্প হল দিল্লি, নয়ডা ও সংলগ্ন এলাকায়। কম্পনের তীব্রতায় কাঁপতে থাকে বাড়িঘর।
ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজির তরফে জানানো হয়েছে, রাজস্থানের আলওয়ারে ৩৫ কিলোমিটার দূরে ভূ-পৃষ্ঠের ১৮ কিলোমিটার নীচে ভূমিকম্পের উৎসস্থল ছিল। তবে, এখনও কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানীর খবর পাওয়া যায়নি।
এর আগে জুন মাসের আট তারিখ ভূমিকম্প হয়েছিল দিল্লিতে যেটার তীব্রতা ছিল ২.১ রিখটার স্কেলে। অল্প সময়ের মধ্যে বারবার ভূমিকম্প হওয়ায় একটা আশঙ্কা ছড়িয়েছে যে এরপর হয়তো খুব বড় একটা ভূমিকম্প হবে রাজধানীতে। তবে বৈজ্ঞানিকরা বলেছেন যে সেটা হলফ করে বলা যায় না।