২৪ ঘন্টায় মৃত্যু ৩৮০ জনের, ভারতে করোনা-আক্রান্ত বেড়ে ৫,৪৮,৩১৮

মারণ কোভিড-১৯ (Covid-19) ভাইরাসের প্রকোপ থামার কোনও।লক্ষণই দেখা যাচ্ছে না। বরং দ্রুততার সঙ্গে বাড়ছে মৃত্যু ও সংক্রমিত রোগীর সংখ্যা। ভারতে বিগত ২৪ ঘন্টায় নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৮০ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৯,৪৫৯ জন। সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ (Covid-19) ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১৬,৪৭৫ জন এবং সংক্রমিত ৫,৪৮,৩১৮ জন। ইতিমধ্যেই ভারতে করোনা-মুক্ত হয়েছেন ৩,২১,৭২৩ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৫,৪৮,৩১৮ জন (সক্রিয় করোনা রোগী ২,১০,১২০)। এখনও পর্যন্ত গোটা দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬,৪৭৫। এর মধ্যেই চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ৩,২১,৭২৩ জন।


কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ১৬,৪৭৫ জনের মধ্যে অন্ধ্রপ্রদেশে ১৬৯ জনের মৃত্যু হয়েছে, অরুণাচল প্রদেশে একজন, অসমে ১০ জন, বিহারে ৬০ জনের, চন্ডীগড়ে ৬ জন, ছত্তিশগড়ে ১৩ জন, দিল্লিতে ২৬২৩ জনের, গোয়া ৩ জন, গুজরাটে ১৮০৮ জনের, হরিয়ানায় ২২৩ জনের, হিমাচল প্রদেশে ৯ জনের, জম্মু-কাশ্মীরে ৯৪ জনের, ঝাড়খণ্ডে ১২ জনের, কর্ণাটকে ২০৭ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ২২ জন, লাদাখে একজন, মধ্যপ্রদেশে ৫৫৭ জন, মহারাষ্ট্রে ৭,৪২৯ জনের মৃত্যু হয়েছে, মেঘালয়ে একজন, ওডিশায় ২১ জনের, পুদুচেরিতে ১০ জন, পঞ্জাবে ১৩৩ জন, রাজস্থানে ৩৯৯ জনের, তামিলনাড়ুতে ১০৭৯ জন, তেলেঙ্গানায় ২৫৭ জন, ত্রিপুরায় একজন, উত্তরাখণ্ডে ৩৮ জন, উত্তর প্রদেশে ৬৬০ জন এবং পশ্চিমবঙ্গে ৬৩৯ জন প্রাণ হারিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.