২৪ ঘন্টায় ৩৮ বেড়ে মৃত্যু ৩৭৭ জনের, ভারতে করোনা-আক্রান্ত ১১,৪৩৯

সংক্রমণ থামার কোনও লক্ষণই নেই। করোনাভাইরাসের (corona virus)বিরুদ্ধে লড়াই যত শক্তিশালী হচ্ছে, মারণ এই ভাইরাসও ততটাই দ্রুত গতিতে ছড়াচ্ছে। গত ২৪ ঘন্টার মধ্যেই ভারতে(india) করোনাভাইরাসে প্রাণ হারালেন আরও ৩৮ জন, এই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ১০৭৬ জন। ফলে ভারতে কোভিড-১৯ (covid-19)ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৩৭৭ এবং সংক্রমিত ১১,৪৩৯ জন। ইতিমধ্যেই ভারতে করোনাকে পরাজিত করে সুস্থ হয়েছেন ১৩০৬ জন। বুধবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ১১,৪৩৯ জন (‘অ্যাক্টিভ’ করোনা রোগী ৯৭৫৬)। এখনও পর্যন্ত গোটা দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৭৭। এর মধ্যেই চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ১৩০৬ জন।কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ৩৭৭ জনের মধ্যে অন্ধ্রপ্রদেশে ৯ জনের মৃত্যু হয়েছে, অসমে একজনের, বিহারে একজনের, দিল্লিতে ৩০ জনের, গুজরাটে ২৮ জনের, হিমাচল প্রদেশে একজনের, হরিয়ানায় ৩ জনের, জম্মু-কাশ্মীরে ৪ জনের, ঝাড়খণ্ডে দু’জনের, কর্ণাটকে ১০ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ৩ জন, মধ্যপ্রদেশে ৫০ জন, মহারাষ্ট্রে ১৭৮ জনের মৃত্যু হয়েছে, ওডিশায় একজনের, পঞ্জাবে ১২ জন, রাজস্থানে ৩ জনের, তামিলনাড়ুতে ১২ জন, তেলেঙ্গানায় ১৭ জন, উত্তর প্রদেশে ৫ জন এবং পশ্চিমবঙ্গে ৭ জন প্রাণ হারিয়েছেন।দেশের মধ্যে মহারাষ্ট্র, দিল্লি ও তামিলনাড়ু, এই তিন রাজ্যের পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ২৬৮৭, তামিলনাড়ুতে ১২০৪, দিল্লিতে ১৫৬১, কেরলে ৩৮৭, কর্ণাটকে সংক্রমিত ২৬০ জন। অন্ধ্রপ্রদেশে ৪৮৩ জন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ১১ জন, অরুণাচল প্রদেশে একজন, অসমে ৩২ জন, বিহারে ৬৬ জন, চন্ডীগড়ে ২১ জন, ছত্তিশগড়ে ৩৩ জন, গোয়ায় ৭ জন, গুজরাটে ৬৫০ জন, হরিয়ানায় ১৯৯ জন, হিমাচল প্রদেশে ৩৩ জন, জম্মু-কাশ্মীরে ২৭৮ জন, ঝাড়খণ্ডে ২৭ জন, লাদাখে ১৭ জন, মধ্যপ্রদেশে ৭৩০ জন, মণিপুরে দু’জন, মেঘালয় একজন, মিজোরামে একজন, ওডিশায় ৬০ জন, পুদুচেরিতে ৭ জন, পঞ্জাবে ১৭৬ জন, রাজস্থানে ৯৬৯ জন, তেলেঙ্গানায় ৬২৪ জন, ত্রিপুরায় দু’জন, উত্তরাখণ্ডে ৩৭ জন, উত্তর প্রদেশে ৬৬০ এবং পশ্চিমবঙ্গে ২১৩ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.