ভারতে (India) লাফিয়ে বাড়ছে করোনা (Corona) ৷ ৫০০ পেরিয়ে যেতে পারে শীঘ্রই৷ মহামারির মধ্যেও আশার খবর হল, দেশে ৩৭ জনের করোনা সেরে গেল৷ তাঁদের আজ অর্থাত্ মঙ্গলবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে৷ তাঁরা এখন সম্পূর্ণ সুস্থ৷ সোমবার থেকেই কার্যত লকডাউন গোটা দেশ৷ অন্তর্দেশীয় বিমানও সম্পূর্ণ বাতিল করা হয়েছে৷
এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৯ জনের৷ সোমবার রাতেই ৪৯২ ছুঁয়ে ফেলেছে করোনা আক্রান্তের সংখ্যা৷ ৫০০ পেরিয়ে যাবে বলেই আশঙ্কা৷ যার নির্যাস, সম্পূর্ণ লকডাউনের পথে গোটা ভারত৷ শুধু কার্গো বিমানে ছাড় দেওয়া হয়েছে৷
সোমবার পশ্চিমবঙ্গ ও হিমাচলপ্রদেশে একজন করে করোনায় মারা গিয়েছেন৷ গুজরাত, বিহার, মহারাষ্ট্র, কর্ণাটক, দিল্লি ও পঞ্জাবেও মৃত্যু হয়েছে করোনায়৷ সব মিলিয়ে ৯ জনের মৃত্যু৷ এ হেন পরিস্থিতিতে ১৩০ কোটির দেশে করোনাকে (Corona) থামাতে কেন্দ্র ও রাজ্যগুলি একযোগে লড়াই করছে৷ দেশের ৫৪৮টি জেলা সম্পূর্ণ ভাবে লকডাউন৷ এর মধ্যে মহারাষ্ট্র ও পঞ্জাবে রাজ্যজুড়ে কারফিউ৷
সম্পূর্ণ লকডাউন হয়েছে পশ্চিমবঙ্গ, দিল্লি, মহারাষ্ট্র, কর্নাটক, পঞ্জাব, অন্ধ্রপ্রদেশ, গুজরাত, অসম, ত্রিপুরা, গোয়া, নাগাল্যান্ড, মণিপুর, ঝাড়খণ্ড, অরুণাচলপ্রদেশ, মেঘালয়, বিহার, উত্তরাখণ্ড, জম্মু-কাশ্মীর, চণ্ডীগড়, লাদাখ, দমন-দিউ, দাদরা ও নগর হাভেলি, পুদুচেরি ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ৷