এবার মণিপুরের হিন্দু মন্দিরে হামলা। ৩০০ বছরের প্রাচীন হিন্দু মন্দিরে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। ক্ষতিগ্রস্ত বিগ্রহ। ঘটনায় ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় হিন্দুদের মধ্যে।
জানা গিয়েছে, ইম্ফলের ব্রহ্মপুরের গুরু – আরিবাম এলাকায় অবস্থিত শ্রীকৃষ্ণ মন্দিরটি। মন্দিরটি প্রাচীন এবং কারুকার্যময় হওয়ায় রাজ্যের পুরাতত্ব বিভাগের তত্ত্বাবধানে মন্দিরটিকে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে।
অভিযোগ, গত ৩ ফেব্রুয়ারি, শুক্রবার ভোরে একদল দুষ্কৃতী ওই মন্দিরে হামলা চালায়। মন্দিরের দরজা ভেঙে ভিতরে ঢুকে যথেচ্ছ ভাঙচুর চালায় তারা। এমনকি মন্দিরের ভিতরে থাকা শ্রী কৃষ্ণের মূর্তি ভাঙচুর করা হয়।
পরে মন্দিরের পুরোহিত এসে দেখেন যে মন্দিরে ভাঙচুর চালানো হয়েছে। খবর দেওয়া হলে পূর্ব ইম্ফল জেলা পুলিশের একটি উচ্চ পর্যায়ের দল ঘটনাস্থলে আসে। পুলিশ স্থানীয় বিক্ষুব্ধ হিন্দুদের সঙ্গে কথা বলে দোষীদের দ্রুত গ্রেফতার করার আশ্বাস দেয়।