কোভিড-১৯ (Covid-19) লকডাউনের মধ্যেই কাশ্মীর উপত্যকায় জঙ্গি নিকেশ অভিযানে ফের সাফল্য পেল সুরক্ষা বাহিনী। জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় সুরক্ষা বাহিনীর অভিযানে খতম হয়েছে ৩ জন সন্ত্রাসবাদী। দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার কাজিগুন্দ এলাকার লোয়ার মুন্ডার ঘটনা। নিহত সন্ত্রাসবাদীদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। এনকাউন্টারস্থল থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ।
জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir) পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায় দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার কাজিগুন্দ-এর লোয়ার মুন্ডা এলাকায় লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী। বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সোমবার ভোর থেকেই ওই এলাকায় অভিযান চালায় সুরক্ষা বাহিনী। অভিযান চলাকালীন নিরাপত্তা বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায় জঙ্গিরা, সুরক্ষা বাহিনীও পাল্টা গুলি চালায়। প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানিয়েছেন, লোয়ার মুন্ডায় দীর্ঘ সময় ধরে গুলির লড়াইয়ে খতম হয়েছে ৩ জন জঙ্গি।
উল্লেখ্য, বিগত ১২ ঘন্টার মধ্যে জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় খতম হল ৭ জন জঙ্গি। এর আগে রবিবার রাতে কুলগাম জেলার আস্থাল এলাকায় সুরক্ষা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয়েছিল ৪ জন জঙ্গি।