কাশ্মীরে জঙ্গি নিকেশ অভিযানে এবার বিরাট সাফল্য পেল সুরক্ষা বাহিনী। জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোরে রাতভর এনকাউন্টারে নিকেশ হয়েছে ৩ জন সন্ত্রাসবাদী। নিহত ৩ জন সন্ত্রাসবাদী লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য ছিল। নিহত ৩ জন সন্ত্রাসীর মধ্যে একজনের নাম-মুদাসির পন্ডিত। ৩ জন পুলিশ কর্মী, দু’জন কাউন্সিলর ও দু’জন সাধারণ নাগরিককে হত্যা মামলায় জড়িত ছিল মুদাসির। নিকেশ হয়েছে আসরার ওরফে আব্দুল্লাহ নামে একজন জঙ্গি, আব্দুল্লাহ আদতে পাকিস্তানের বাসিন্দা। ২০১৮ সাল থেকে উত্তর কাশ্মীরে সক্রিয় ছিল সে।
জম্মু ওই কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জঙ্গি গতিবিধির খবর পাওয়ার পর রবিবার রাত থেকে সোপোরের সিলো এলাকার গুন্দ বারথ গ্রামে তল্লাশি অভিযান চালায় সুরক্ষা বাহিনী। তল্লাশি অভিযান চলাকালীন জওয়নাদের লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। সুরক্ষা বাহিনীও পাল্টা জবাব ফিরিয়ে দেয়, চারিদিক থেকে ঘিরে ফেলা হয় এনকাউন্টারস্থল। দীর্ঘ সময় ধরে এনকাউন্টারের পর নিকেশ হয়েছে ৩ জন লস্কর-ই-তৈবা সন্ত্রাসবাদী। গুলির লড়াই শেষে এনকাউন্টারস্থল থেকে উদ্ধার করা হয়েছে বিপুল আগ্নেয়াস্ত্র।সোমবার সকালে কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) বিজয় কুমার জানিয়েছেন, “সোপোরে এনকাউন্টারে মোট ৩ জন লস্কর জঙ্গি খতম হয়েছে। নিকেশ শীর্ষ লস্কর জঙ্গি মুদাসির পন্ডিত। সম্প্রীতি ৩ জন পুলিশ কর্মী, দু’জন কাউন্সিলর ও দু’জন সাধারণ নাগরিককে হত্যা মামলায় জড়িত ছিল মুদাসির। নিকেশ হয়েছে আসরার ওরফে আব্দুল্লাহ নামে একজন পাকিস্তানি জঙ্গি, আব্দুল্লাহ ২০১৮ সাল থেকে উত্তর কাশ্মীরে সক্রিয় ছিল।”
2021-06-21