উত্তর প্রদেশের ফিরোজাবাদ জেলায় বিজেপি নেতা খুনের ঘটনায় মোট ৩ জন অভিযুক্তকে আটক করেছে পুলিশ। ধৃতদের মধ্যে মূল অভিযুক্ত রয়েছে। শুক্রবার রাতে ফিরোজাবাদের নারখি থাকা এলাকায়, নিজের দোকানের বাইরে দাঁড়িয়ে থাকার সময়, মোটরবাইকে আসা দুষ্কৃতীদের গুলিতে খুন হন বিজেপি নেতা দয়াশঙ্কর গুপ্তা। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। বিজেপি নেতা খুনের ঘটনার তদন্তে নেমে শনিবার সকালের মধ্যেই মূল অভিযুক্ত-সহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার সকালে এডিজি আগ্রা, অজয় আনন্দ জানিয়েছেন, ফিরোজাবাদে বিজেপি নেতা খুনের ঘটনায় মোট ৩ জন অভিযুক্তকে আটক করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যাঁদের আটক করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছে দলীয় কর্মী বীরেশ তোমার এবং তাঁর দু’জন কাকা-নরেন্দ্র তোমার ও দেবেন্দ্র তোমার। দয়াশঙ্করের পরিবারের অভিযোগের ভিত্তিতে ৩ জনকে আটক করা হয়েছে। দয়াশঙ্কর মণ্ডল সহ-সভাপতি ছিলেন। দয়াশঙ্করের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন তাঁর অনুগামীরা। হাসপাতালে বিক্ষোভ দেখানোর পাশাপাশি রাতেই অনেকে আগ্রায় রাস্তা অবরুদ্ধ করে বিক্ষোভ দেখান। সূত্রের খবর, খুব সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছিল বীরেশ তোমার।