উত্তর প্রদেশের গাজিয়াবাদে শ্মশান ভবন ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ২৪। ধ্বংসস্তূপের নীচ থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ১৭-১৮ জনকে। পাশাপাশি এই ঘটনায় মোট ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে একজন জুনিয়র ইঞ্জিনিয়ার রয়েছে। উত্তর প্রদেশের গাজিয়াবাদের মুরাদনগরের উখলারসি গ্রামের ঘটনা। জয় রাম নামে এক ব্যক্তির সৎকার করতে শ্মশানে গিয়েছিলেন মৃতের পরিচিতেরা। হঠাৎই বৃষ্টি নামে।
ফলে শ্মশানের ভিতরের ভবনে আশ্রয় নেন অনেকে। সেই সময়েই হঠাৎ হুড়মুড় করে ভেঙে পড়ে ওই ভবনের ছাদ। ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার করা হয় ২৪ জনের দেহ। আহত হয়েছেন ১৭-১৮ জন। সোমবার গাজিয়াবাদের পুলিশ সুপার (গ্রামীণ) ইরাজ রাজা জানিয়েছেন, মুরাদনগরে চাদ ভেঙে পড়ার ঘটনায় ২৪ জনের মৃত্যু হয়েছে। ১৭-১৮ জন আহত হয়েছেন। প্রাথমিক তদন্তের পর ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার তদন্তের জন্য দুই-সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার সকালেই গ্রেফতার করা হয় মুরাদনগর নগর পালিকার এগজিকিউটিভ অফিসার নীহারিকা সিং, জুনিয়র ইঞ্জিনিয়ার চন্দ্র পাল এবং সুপারভাইজার আশীষকে। ঠিকাদার অজয় ত্যাগীকে শীঘ্রই গ্রেফতার করা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ। এদিকে, দোষীদের শাস্তির দাবিতে সোমবার মৃতদের পরিজনরা বিক্ষোভ প্রদর্শন করেন। দোষীদের শাস্তি ছাড়াও আরও বেশি ক্ষতিপূরণ এবং মৃতদের পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার দাবিতে দিল্লি-মেরঠ হাইওয়ে অবরুদ্ধ করে বিক্ষোভ দেখান তাঁরা।
2021-01-04