শেষ ৪৫ বছরে ইন্দো-চিন সীমান্ত সংঘাত এই পর্যায়ে কখনও যায়নি। মঙ্গলবার রাতের দিকে ইণ্ডিয়া টুডে সূত্রে জানা যাচ্ছে, লাইন অফ কন্ট্রোলে ভারত-চিন যুদ্ধে তিনজন নয় মোট ২০ জন ভারতীয় জওয়ান শহিদ হয়েছেন।
আগে জানা গিয়েছিল, ভারতীয় সেনার আর্মি অফিসার সহ আরও দুই জওয়ান লাদাখে লাইন অফ কন্ট্রোলে শহিদ হয়েছিলেন।
তবে উচ্চপর্যায়ের সূত্রের মাধ্যমে সংবাদ মাধ্যম ইণ্ডিয়া টুডেকে জানিয়েছে, ২০ জন জওয়ান শহিদ হয়েছেন এবং তা আরও বাড়তে পারে।
এদিকে চাইনিজ আর্মির ওয়েস্টার্ন থিয়েটার কম্যান্ডের মতে ইন্দো-চিন সীমান্ত সংঘাতে ভারত দায়ি। তিনি জানিয়েছেন, “গালোয়ান ভ্যালি চিনের, সবসময় চিনই দায়িত্ব পালন করেছে”।
লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে ভারতকে আক্রমন করেছে চিন এমন কোনও কথা উচ্চারণ না করে সরাসরি বলা হয়েছে উসকানিমূলক হামলার ভয়াবহতা বাড়লে সেনাদের জীবনহানি হয়।
যদিও এমন বক্তব্যের ভিত্তিতে কোনও প্রমাণ দেখাতে পারেননি চিনের এই সেনাকর্তা। পাশাপাশি কতজজনের মৃত্যু হয়েছে সেই সংখ্যারও কোনও উল্লেখ টানেননি।
মঙ্গলবার সকালে চিন সীমান্তের এই সংঘাতের খবর প্রকাশ্যে আসে। ইতিমধ্যে ভারতীয় সেনার তরফে দেওয়া হয়েছে বিবৃতিতে স্পষ্ট উল্লেখ রয়েছে যে, চিনের সেনার আঘাতেই শহিদ হয়েছে ভারতের তিন ভারতীয় সেনা। চরম অস্বস্তিতে বেজিং সরকার। এরপরেই ভারতের বিরুদ্ধে পালটা অভিযোগ তুলছে চিন।
লাদাখে ভারত-চিন সীমান্তে উত্তেজনা কমাতে তৎপরতা শুরু হয়েছে ইতিমধ্যেই। দিল্লিতে দফায়-দফায় আলোচনা শুরু ভারত ও চিনের মেজর জেনারেলদের। আলোচনার মাধ্যমেই সংঘাত এড়াতে তৎপর দু’পক্ষই। লাদাখ ও ভারত-চিন সীমান্তের অন্য এলাকাগুলিতেও যাতে কোনওভাবেই দু’দেশের সেনার মধ্যে সংঘর্ষের পরিস্থিতি তৈরি না হয় সেব্যাপারে আলোচনায় দুই দেশের সেনাকর্তারা।
জরুরি বৈঠক সেরেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও। এরপর ভারত কী পদক্ষেপ নেয়, সেদিকেই তাকিয়ে আছে দেশের মানুষ।